দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৬,০১৭ বাড়ল। পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী সংক্রমণের হারও। গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত হলেন ২,২৪৩ জন। যা গতদিনের তুলনায় ৭৯৪ বেশি। ফলে, এ রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা ঘিরে উদ্বেগ রয়েই গেল। তবে, পজিটিভিটি রেট কমছে। বর্তমানে বাংলায় করোনার পজিটিভিটি রেট ১৫.৩৭ শতাংশ। যা রবিবার ছিল ১৬.৯০।
স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২,২৪৩ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড় হয়েছে ২০,৭৪,৫৫০ জন। দৈনিক সুস্থ হয়েছেন ২,৮৫১ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ২০,২৪,২৯৩ জন। শতাংশের বিচারে যা ৯৭.৫৮। রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া ২৮,৯৬৯ জন।
মৃত্যুর সংখ্যা ৬-তেই দাঁড়িয়ে। প্রাণহানির হার ১.০৩ শতাংশ।
দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যওয়াড়ি শীর্ষে উত্তর ২৪ পরগনা (৪৪৬ জন)। দ্বিতীয়স্থানে রয়েছে কলকাতা (আক্রান্ত ৪৪৬ জন)। তৃতীয় ও চতুর্থস্থানে রয়েছেন যথাক্রমে পশ্চিম বর্ধমান (আক্রান্ত ১৬৬ জন) ও মালদা (আক্রান্ত ১৩৪ জন)। পঞ্চমস্থানে বীরভূম (আক্রান্ত ১১৯ জন)।
মঙ্গলবার রাজ্যে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ৪,৭৬,৯৯১ জন। সতর্কতামূলক ডোজের সংখ্যা ৫৪,৮৪,৬৭৬টি।