scorecardresearch

বড় খবর

বঙ্গে দৈনিক সংক্রমণের সুনামি গতি, ভয় ধরাচ্ছে কলকাতা

মঙ্গলবার রাজ্যে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ৪,৭৫,৮৮১টি। সতর্কতামূলক ডোজের সংখ্যা ৫৯,১৪,৯১৯টি।

west bengal todays corona updates 20 july 2022
বঙ্গে বাড়ছে সংক্রমণ।

রাজ্যে করোনার দাপট আরও বাড়ল। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২,৪৫৫ জন। সামান্য বেড়েছে পজিটিভি রেট। কলকাতার দৈনিক সংক্রমণ সংখ্যা যেন রক্তচক্ষু।

স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড় হয়েছে ২০,৭৭,০০৫ জন। দৈনিক সুস্থ হয়েছেন ৩,০১৯ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ২০,২৭,৩১২ জন। শতাংশের বিচারে যা ৯৭.৬১। পজিটিভিটি রেট ১৫.৪৭ শতাংশ।

মৃত্যুর সংখ্যা ৬-তেই দাঁড়িয়ে। করোনায় মৃত্যুর সংখ্যা ৬-তেই দাঁড়িয়ে। করোনায় বাংলায় মোট প্রাণ গিয়েছে ২১,২৯৪ জনের। প্রাণহানির হার ১.০৩ শতাংশ।

দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যওয়াড়ি শীর্ষে কলকাতা (৫১১ জন)। দ্বিতীয়স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (আক্রান্ত ৪১৩ জন)। গত ২৪ ঘন্টায় করোনায় প্রায় দু’শো জন সংক্রমিত হয়েছেন বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, দার্জিলিংয়ে।

মঙ্গলবার রাজ্যে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ৪,৭৫,৮৮১টি। সতর্কতামূলক ডোজের সংখ্যা ৫৯,১৪,৯১৯টি। দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ১৫,৮৭০টি।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal todays corona updates 20 july 2022