scorecardresearch

বাংলায় দৈনিক সংক্রমণ ফের ৩ হাজার ছুঁইছুঁই, বাড়ল পজিটিভিটি রেট

দৈনিক মৃত্যুর সংখ্যা ৬-তেই দাঁড়িয়ে। করোনায় বাংলায় মোট প্রাণ গিয়েছে ২১,৩০০ জনের। প্রাণহানির হার ১.০২ শতাংশ।

west bengal todays corona updates 22 july 2022

বাংলায় করোনার প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২,৪৮৬ জন। বেড়েছে পজিটিভিটি রেটও। আক্রান্তের মধ্যে রাজ্যের মধ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা।

স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড় হয়েছে ২০,৭৯,৪৯১ জন। দৈনিক সুস্থ হয়েছেন ৩,১২৪ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ২০,৩০,৪৩৬ জন। শতাংশের বিচারে যা ৯৭.৬৪। পজিটিভিটি রেট ১৬.২৪ শতাংশ।

দৈনিক মৃত্যুর সংখ্যা ৬-তেই দাঁড়িয়ে। করোনায় বাংলায় মোট প্রাণ গিয়েছে ২১,৩০০ জনের। প্রাণহানির হার ১.০২ শতাংশ।

দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যওয়াড়ি শীর্ষে উত্তর ২৪ পরগনা (৩৯৯ জন)। দ্বিতীয়স্থানে রয়েছে কলকাতা (আক্রান্ত ৩৯৬ জন)। তৃতীয়স্থানে বীরভূম (আক্রান্ত ৩০১৮ জন)। গত ২৪ ঘন্টায় দুই বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুরের সংক্রমিতের হার ১০০ ছাপিয়ে গিয়েছে।

মঙ্গলবার রাজ্যে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ৩,৫৭,১০৩টি। সতর্কতামূলক ডোজের সংখ্যা ৬২,৩৪,৩৮৪টি। দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ১৫,৩১১টি। যা গতদিনের তুলনায় প্রায় ৫০০ কম।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal todays corona updates 22 july 2022