পোস্টাল ব্যালট ব্যবহারের পক্ষে সওয়াল ধনকড়ের-মমতাকে করোনা প্রসঙ্গে ফের খোঁচা রাজ্য়পালের-কলকাতায় মিষ্টির দোকানে কোভিড আক্রান্তের মৃতদেহ

বাংলায় দিনভর কী ঘটল? যে খবর একেবারেই মিস করা যাবে না। বাংলার সব বড় খবর এই প্রতিবেদনে।

বাংলায় দিনভর কী ঘটল? যে খবর একেবারেই মিস করা যাবে না। বাংলার সব বড় খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal news, পশ্চিমবঙ্গের খবর, বাংলার খবর

একনজরে বাংলার খবর।

বাংলায় ৬৫ বছরের বেশি বয়সী ও করোনা আক্রান্তদের জন্য় পোস্টাল ব্য়ালট ব্য়বহারের পক্ষে সওয়াল করলেন রাজ্য়পাল জগদীপ ধনকড়। এদিকে, করোনায় তথ্য় গোপন করছে মমতা সরকার, আবারও এমন অভিযোগে সরব হলেন রাজ্য়পাল। অন্য়দিকে, করোনা আক্রান্ত হয়ে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পদমর্যাদার এক আধিকারিকের মৃত্য়ু হল। কলকাতায় গৌরীবাড়ি থানায় এলাকায় মিষ্টির দোকানে ১৬ ঘণ্টা ধরে পড়ে রইল কোভিড -১৯ আক্রান্তের মৃতদেহ। বাংলার এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

ভোটে পোস্টাল ব্য়ালট ব্য়বহারের পক্ষে সওয়াল ধনকড়ের

publive-image রাজ্যপাল জগদীপ ধনকড়

Advertisment

৬৫ বছরের বেশি বয়সী ও করোনা আক্রান্তদের জন্য় পোস্টাল ব্য়ালট ব্য়বহারের পক্ষে সওয়াল করলেন রাজ্য়পাল জগদীপ ধনকড়। আগামী বছর, বাংলায় বিধানসভা নির্বাচন, তার আদে রাজ্য়পালের এহেন টুইট উল্লেখযোগ্য়। একইসঙ্গে নির্বাচনে হিংসা এড়ানোর জন্য় মুখ্য়মন্ত্রীর কাছে 'আর্জি' জানালেন ধনকড়।

* এদিন টুইটারে ধনকড় লিখেছেন, ৬৫ বছরের বেশি বয়সী ও করোনা আক্রান্তদের জন্য় পোস্টাল ব্য়ালটে ভোটদানের ব্য়বস্থাই সুসিদ্ধান্ত।

* রাজ্য়পাল আরও লিখেছেন, স্বচ্ছ নির্বাচনই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারে।

*মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে উদ্ধৃত করে রাজ্য়পাল বলেছেন, নির্বাচনে কোনও রকমের ছাপ্পা ভোট বা সন্ত্রাস এড়িয়ে চলার ক্ষেত্রে তিনি 'আর্জি' জানিয়েছেন।

* উল্লেখ্য়, বিহারে বিধানসভা নির্বাচনে ৬৫ বছরের বেশি বয়সী ও করোনা আক্রান্তদের জন্য় পোস্টাল ব্য়ালটে ভোটদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বাংলার অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে মমতাকে 'খোঁচা' রাজ্য়পালের

mamata, dhankar রাজ্য়পাল ও মুখ্য়মন্ত্রী।

করোনায় তথ্য় গোপন করছে মমতা সরকার, আবারও এমন অভিযোগে সরব হলেন রাজ্য়পাল। বৃহস্পতিবার টুইটারে মে ও জুন মাসে বাংলায় করোনায় মৃত ও অ্য়াক্টিভ কেসের সংখ্য়া উল্লেখ করে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উদ্দেশে জগদীপ ধনকড় লিখেছেন 'ভয়ঙ্কর পরিস্থিতি'।

* করোনা পরীক্ষার বাকি ফল প্রকাশ করা হোক, এমন দাবিই করেছেন ধনকড়।

* এ প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী ও রাজ্য়ের স্বরাষ্ট্র দফতরের থেকে তথ্য় চেয়েছেন রাজ্য়পাল।

বাংলার অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

করোনা আক্রান্ত ব্রিগেডিয়ারের মৃত্য়ু

publive-image

করোনা আক্রান্ত হয়ে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পদমর্যাদার এক আধিকারিকের মৃত্য়ু হয়েছে। সূত্রের খবর, তিনি আলিপুর কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ব্য়ারাকপুরের মিলিটারি হাসপাতালে ভর্তি ছিলেন।

*নমুনা রিপোর্ট আসার আগেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় আলিপুর কমান্ড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

*রিপোর্ট পজিটিভ আসার পর কমান্ড হাসপাতালেই চিকিৎসা চলছিল। শ্বাসকষ্টজনিত সমস্য়াও বেড়ে গিয়েছিল বলে খবর। সেখানেই তাঁর মৃত্য়ু হয়।

*এদিকে নবান্নের এক আইএএস আধিকারিক করোনা আক্রান্ত হয়েছে। তাঁর অফিস ঘর স্য়ানিটাইজ করা হয়েছে। এই প্রথম রাজ্য়ে এক আইএএসের করোনা পজিটিভ ধরা পড়েছ।

বাংলার অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

১৬ ঘণ্টা ধরে দোকানে পড়ে রইল করোনা আক্রান্তের দেহ

publive-image

কলকাতায় গৌরীবাড়ি থানায় এলাকায় মিষ্টির দোকানে ১৬ ঘণ্টা ধরে পড়ে রইল কোভিড -১৯ আক্রান্তের মৃতদেহ। সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু করোনা রিপোর্ট আসা অবধি অপেক্ষা করতে হয়।

* জানা গিয়েছে, বুধবার বিকেলে ওই ব্য়ক্তি অসুস্থ বোধ করায় ট্য়াক্সিতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত ঘোষণা করলে ফের মৃতদেহ দোকানে ফিরিয়ে  আনা হয়। সেখানেই রেখে দেওয়া হয় মৃতদেহ।

*সারারাত মৃতদেহ দোকানেই পড়ে থাকে। দোকানের কর্মীরা রাস্তায় রাত কাটান।

*এদিন স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। কোনও ব্য়বস্থা না হওয়ায় পথ অবরোধ চলে।

*মৃত ব্য়ক্তির রিপোর্টে দেখা যায় করোনা পজিটিভ। ২৭ জুন তাঁর কোভিড টেষ্ট করা হয়েছিল। ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয় মৃতদেহ। তারপর পুরসভার উদ্য়োগে ওই দোকান ও তার আশপাশ এলাকা স্য়ানাটাইজ করা হয়।

বাংলার অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি

weather, ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়া, কালবৈশাখী, কলকাতায় বৃষ্টি, ঝড়-বৃষ্টি, দমকা হাওয়া, আবহাওয়ার খবর, বৃষ্টির পূর্বাভাস, ঝড়-বৃষ্টির পূর্বাভাস, weather news, weather updates, rain, storm, rain forecast, weather latest update, কলকাতায় বৃষ্টি, পশ্চিমবঙ্গের আবহাওয়া, kolkata rain, kolkata weather updates ফাইল ছবি।

উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পং এলাকায় ধস নামতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। এদিকে, গত ২ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি উধাও হয়ে গেলেও আগামী কয়েকদিনে আবারও ছন্দে ফিরতে পারে বর্ষা।

*আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। তবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

*অন্য়দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। মালদা, দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

বাংলার সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

Mamata Banerjee