বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে কমিটি তৈরি করল রাজ্য সরকার। কেন্দ্রীয় শিক্ষানীতির পর্যালোচনা করবে এই কমিটি। এবার করোনা রোগীর চিকিৎসা পরিষেবা নিয়ে অমানবিকতার নজির হাওড়ার লিলুয়ায়। অভিযোগ, অ্যাম্বুলেন্স না পেয়ে বাড়িতে মৃত্যু করোনা আক্রান্তের। কলকাতায় এল নতুন একাধিক শবদেহবাহী গাড়ি। দলে বিভেদ, বিচ্ছেদ করার জন্য় চক্রান্ত করা হচ্ছে, বললেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিকে করোনা হাসপাতাল হবে এই আতঙ্কে বিক্ষোভ চলল উত্তর ২৪ পরগনার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। ঘটল ধুন্ধুমার কান্ড। এবার করোনা আক্রান্ত হলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।
শিক্ষানীতি পর্যালোচনায় কমিটি গড়ল রাজ্য
শিক্ষানীতি নিয়ে কড়া ভাষায় রাজ্যপালকে আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যের মতামত না নিয়েই শিক্ষানীতি করা হয়েছে। কেন্দ্রের এই নয়া শিক্ষানীতিতে পর্যালোচনা করে দেখার জন্য একটি কমিটি তৈরি করছে রাজ্য সরকার।
বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে তৈরি হয়েছে এই কমিটি। কমিটিতে আছেন পবিত্র সরকার, সব্যসাচী বসু রায়চৌধুরী, সুরঞ্জন দাস, সৌগত রায়, নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদার, সব্যসাচী বসু রায়চৌধুরী।
কেন্দ্রের নয়া শিক্ষানীতি নিয়ে আলোচনা করে এই কমিটি রিপোর্ট দেবে রাজ্য সরকারকে। কমিটির সেই রিপোর্টের ভিত্তিতেই রাজ্য সরকার শিক্ষানীতি নিয়ে মতামত জানাবে কেন্দ্রকে। যদি কমিটির বাইরে কেউ নিজের মতামত দিতে চান তাহলে ১৫ অগাস্টের মধ্যে তা শিক্ষা দফতরে জমা দিতে হবে। সরাসরি বা অনলাইনে মতামত জানানো যেতে পারে।
আজ রাজ্যের অন্যান্য খবরগুলি পড়ুন নীচে
এবার অমানবিক ঘটনা লিলুয়ায়
করোনা আক্রান্তদের নিয়ে একের পর এক অমানবিক ঘটনার নজির দেখা যাচ্ছে। বণগাঁ সহ কলকাতার নানা জায়গায় নানা অমানবিক দৃশ্য দেখা গিয়েছে। এবার ঘটনাস্থল হাওড়ার লিলুয়ায় গুহপার্ক এলাকায়।
করোনা রোগীর জন্য কোনও অ্যাম্বুলেন্স জুটল না বলে অভিযোগ। তারপর বাড়িতেই মৃত্যু হয় করোনা আক্রান্ত সন্তোষ হরিজনের(৩২)। ওই পরিবার সূত্রে খবর, ২২ জুলাই সত্যবালা আইডিতে ভর্তি হয় ওই রোগী। ২৪ জুলাই রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। ২৫ জুলাই হাসপাতাল কতৃপক্ষ তাঁকে ছেড়ে দেয়। উপসর্গহীন বলে বাড়িতে থেকে চিকিৎসা করতে পরামর্শ দেয়।
এক সপ্তাহের বেশি সময় তিনি বাড়িতেই ছিলেন। বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, রবিবার রাত তিনটে নাগাদ ওই রোগীর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। অ্যাম্বুলেন্সের জন্য নানা জায়গায় ফোন করে ওই পরিবার। কোনও সহযোগিতা পাননি। সকাল ৭টায় ঘরেই মৃত্যু হয়। জেলা স্বাস্থ্য দফতর বলেছে, বিষয়টা খতিয়ে দেখবে।
আজ রাজ্যের অন্যান্য খবরগুলি পড়ুন নীচে
একাধিক শবদেহবাহী নতুন গাড়ি কলকাতায়
কলকাতায় একাধিক শবদেহবাহী নতুন গাড়ি এসেছে। কাচে নয়, পুরো ঢাকা এই গাড়িটিতে একসঙ্গে সাত জনের দেহ নিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে শ্মশান বা কবরস্থানে। গাড়ির ভিতরে থাকবে মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রা। কোথায় করোনা আক্রান্তে মৃত দেহ রয়েছে সেই খবর পেলেই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরছে সেই গাড়ি।
* গাড়ির নাম প্রণাম।
* অজ্ঞাতপরিচয় যে দেহগুলি হাসপাতালে ও পুলিশ মর্গে জমে থাকে, সেগুলিকেই মূলত নিয়ে যাওয়া হচ্ছে।
* নিমতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি এই গাড়িটি কিনেছে। তারাই পুরসভার হয়ে এই কাজ করছে।
আজ রাজ্যের অন্যান্য খবরগুলি পড়ুন নীচে
কেন চক্রান্তের কথা বললেন দিলীপ ঘোষ?
২০২১ বিধানসভা নির্বাচনের অনেকটা আগেই জমে গিয়েছে বঙ্গের রাজনীতি। এখন বাংলার রাজনীতিতে রীতিমতো দলবদলের মরসুম বললে অত্যুক্তি হবে না। ২১ জুলাই শহিদ দিবসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো তৃণমূল নেতা-কর্মীদের দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। এদিক এদিন সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ৪ সাংসদ ও এক বিধায়ক সহ ২১ জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন এই খবর প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বললেন, “বিজেপির মধ্যে বিভেদ, বিচ্ছেদ ও ভুল বোঝাবুঝি তৈরি করার চক্রান্ত চলছে।”
প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন- ‘বঙ্গ বিজেপিতে বিভেদ-বিচ্ছেদ-ভুল বোঝাবুঝির চক্রান্ত’, কেন বললেন দিলীপ?
আজ রাজ্যের অন্যান্য খবরগুলি পড়ুন নীচে
হাসপাতালে বিক্ষোভ স্থানীয়দের, তুলকালাম
কোভিড হাসপাতাল হবে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। এই কথা কানে আসতেই স্থানীয় বাসিন্দারা সোমবার হাসপাতালে যান সুপারকে স্মারকলিপি জমা দিতে। এই স্মারকলিপি জমা দিতে ভিড় জমতেই তুলকালাম কান্ড ঘটে যায় সেখানে।
ঘটনাস্থলে হাজির হন অশোকনগর থানার পুলিশ। সেখানে রীতিমত ক্ষোভ-বিক্ষোভ দেখা দেয়। পুলিশ স্থানীয় বাসিন্দাদের লাঠি উঁচিয়ে সরিয়ে দেয়। শেষমেশ স্মারকলিপি দেওয়া সম্ভব হয়নি বলে জানা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোভিড হাসপাতাল হতে পারে এই আশঙ্কায় স্থানীয়রা স্মারকলিপি দিতে যান হাসপাতালে। তাঁদের বক্তব্য, যেন অন্য রোগেরও চিকিৎসা হয়। জানা গিয়েছে, কোভিড হাসপাতাল হওয়ার প্রস্তাব গিয়েছে এখনও তা চূড়ান্ত হয়নি। তবে এই বিক্ষোভের পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে মনে করছে পুরপ্রশাসক।
করোনা আক্রান্ত সেলিম
এবার করোনা আক্রান্ত হলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য় মহম্মদ সেলিম। হাসপাতালে ভর্তি হয়েছেন রায়গঞ্জের প্রাক্তন এই সাংসদ। এদিন এক টুইটে সেলিম জানিয়েছেন, তাঁর করোনা টেস্ট পজিটিভ এসেছে। হালকা উপসর্গ রয়েছে। চিকিৎসকদের পরামর্শে ভর্তি হয়েছেন হাসপাতালে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন