Advertisment

'করোনা এক্সপ্রেস' মন্তব্য়ের ব্য়াখ্য়া মমতার-সরকারি কর্মীদের জন্য় নয়া ঘোষণা-বাসন্তীতে গোষ্ঠীসংঘর্ষে হত তৃণমূলকর্মী-জুলাইতেও বন্ধ স্কুল!

বাংলায় দিনভর কী ঘটল? যে খবর একেবারেই মিস করা যাবে না। বাংলার সব বড় খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
অলঙ্করণ: অভিজিত বিশ্বাস।

অলঙ্করণ: অভিজিত বিশ্বাস।

ভার্চুয়াল সভায় শাহের আক্রমণের ২৪ ঘণ্টা পর ‘করোনা এক্সপ্রেস’ মন্তব্য় নিয়ে ব্য়াখ্য়া দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। করোনায় লকডাউনে দূরত্ববিধি বজায় রাখতে সরকারি কর্মীদের জন্য় নয়া ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। মোদী সরকারের লকডাউন নীতিকে দুষলেন তৃণমূল সুপ্রিমো। এদিকে, তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ ঘিরে রণক্ষেত্র বাসন্তী। অন্য়দিকে, বাংলায় জুলাই মাসেও বন্ধ থাকতে পারে স্কুল। দিনের এমনই সব গুরুত্বপূর্ণ বাংলার খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

করোনা এক্সপ্রেস আমি বলিনি, পাবলিক বলেছে: মমতা

mamata, মমতা করোনা এক্সপ্রেস মন্তব্য়ের ব্য়াখ্য়া দিলেন মমতা।

'করোনা এক্সপ্রেস' মন্তব্য় নিয়ে ব্য়াখ্য়া দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ভার্চুয়াল সভায় শাহের আক্রমণের ২৪ ঘণ্টা পর এ প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বললেন, ''আমি কিন্তু করোনা এক্সপ্রেস বলিনি, বলেছি পাবলিক বলছে। আমার প্রথম দিনের বক্তব্য় শুনলে বুঝতে পারবেন''। উল্লেখ্য়, ক'দিন আগেই সাংবাদিক বৈঠকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কেন্দ্রের শ্রমিক স্পেশাল ট্রেন প্রসঙ্গে মমতার মুখে 'করোনা এক্সপ্রেস' শব্দবন্ধ শোনা যায়। যা নিয়ে হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে। এদিকে, মঙ্গলবার ভার্চুয়াল সভায় মমতাকে বিঁধে অমিত শাহ বলেন, শ্রমিক স্পেশালকে মমতাদি করোনা এক্সপ্রেস বলেছেন, এটাই তৃণমূল সরকারকে এক্সিট রুট দেখাবে।

মমতার এদিনের বক্তব্য়

*লকডাউনের ৩-৭ দিন আগে শ্রমিক স্পেশাল চালিয়ে যদি সকলকে বাড়ি পৌঁছে দিত কেন্দ্র, তাহলে তাঁদের অসহায় হয়ে দিন কাটাতে হত না। কেন ভাল লোকগুলোকে বিপদের মধ্য়ে ফেললেন?

* বাংলা থেকে কেউ কিন্তু ফিরে যেতে চাননি, কারণ, তাঁরা যত্নে রয়েছেন, কাজ রয়েছে এখানে।

*১১ লক্ষ পরিযায়ী শ্রমিক এসেছেন বাংলায়। ২৫৫টি ট্রেনের ব্য়বস্থা করা হয়েছে।

*২২টি ট্রেন আসতে বাকি রয়েছে। আরও ৩০ হাজার লোক আসবেন রাজ্য়ে। (বিস্তারিত পড়ুন-করোনা এক্সপ্রেস আমি বলিনি, পাবলিক বলেছে: মমতা)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

সরকারি কর্মীদের জন্য় নয়া ঘোষণা মমতার

bengal top news প্রতীকী ছবি।

করোনায় লকডাউনে দূরত্ববিধি বজায় রাখতে সরকারি কর্মীদের জন্য়  বুধবার নয়া ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যানবাহনের সমস্য়া থাকায় অনেকেই অফিসে যেতে সমস্য়ার সম্মুখীন হচ্ছেন, এই পরিস্থিতিতে দুই শিফটে সরকারি অফিসে কাজ চালানোর কথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী।

*গণপরিবহণে যাতে ভিড় না হয়, সেজন্য় সরকারি কর্মীদের কথা ভেবে ২টো শিফটের ব্য়বস্থা করা হয়েছে। একটি  (সকাল সাড়ে ৯-দুপুর ২.৩০), আরেকটি (দুপুর ১২.৩০- বিকেল ৫.৩০ পর্যন্ত)।

*বাসে যাঁরা যাতায়াত করছেন, তাঁদের বাসে বসে যাওয়ার পরামর্শ দিয়েছেন মমতা।

* এক ঘণ্টা দেরি হলে লাল কালি নয়।

* বেসরকারি  সংস্থায় ওয়ার্ক ফর্ম হোমের পরামর্শ দিয়েছেন মমতা।

*রাজ্য়ে ৫ হাজারের বেশি বাস চলছে।

*মমতা এদিন বলেন, মানুষের সমস্য়া হচ্ছে। এখনও সবাই কর্মস্থলে আসতে পারছেন না।

বাংলার অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

দেশের গুরুত্বপূর্ণ খবর পড়ুন

'লকডাউন পরিকল্পনাহীন', কেন্দ্রকে দুষলেন মমতা

mamata. modi, মমতা, মোদী প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা মোকাবিলায় মোদী সরকারের লকডাউন নীতিকে দুষলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বললেন, ''পরিকল্পনা না করেই লকডাউন করা হয়েছে। একদিকে বাইরে বেরোলে করোনার প্রকোপ, আরেকদিকে বাইরে না বেরোলে পেটের টান''।

* যেভাবে করোনা বাড়ছে, এতে উদ্বেগের বিষয় ।

* পর্যাপ্ত পরিবহণ না থাকায় সমস্য়া হচ্ছে।

* কেন্দ্র বলেছিল, শ্রমিকদের টাকা কাটা যাবে না, কিন্তু মানুষ প্রতারিত হচ্ছেন।

*বাইরে বেরোলে করোনার আশঙ্কা, আর না বেরোলে পেটের টান।

* দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কর্মে সর্বনাশ, পরিকল্পনায় বিনাশ।

* করোনার সময় মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনীতি করার দূরভিসন্ধি।

* লকডাউন পরিকল্পনা না করেই করা হয়েছে।

বাংলার অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

বিশ্বের গুরুত্বপূর্ণ খবর পড়ুন

রণক্ষেত্র বাসন্তী, গোষ্ঠীসংঘর্ষে নিহত তৃণমূল কর্মী

tmc ফাইল ছবি।

তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। সাতসকালেই বোমা-গুলির শব্দে বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম উত্তপ্ত হয়ে হঠে। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে এক দলীয় কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ।

*জানা গিয়েছে, এলাকা দখলের উদ্দেশ্য়ে এদিন ব্যাপক বোমাবাজি চলতে থাকে ফুলমালঞ্চ গ্রামে। সেই সময় বাজারের দিকে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা আমিল আলি সর্দার। গুলিবিদ্ধ হন তিনি।

*পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

*মৃতের পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষ চলছিল।

তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু হয়েছে আমির আলি সর্দারের। সেই সময় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিতে গেলেও বাধা দেওয়া হয়।

দক্ষিণ ২৪ পরগণায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ নতুন কিছু নয়। প্রায়শই এই জেলার নানা এলাকা বোমা-গুলিতে উত্তপ্ত হয়ে ওঠে।

বাংলার অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

জুলাই মাসেও বাংলায় স্কুল খোলায় অনিশ্চয়তা, ইঙ্গিত দিলেন মমতা

Tripura School প্রতীকী ছবি

করোনা পরিস্থিতিতে জুলাই মাসে স্কুল খুলবে কিনা, সে নিয়ে সংশয় প্রকাশ করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ''জুন মাস পর্যন্ত বন্ধ স্কুল। মনে হয় জুলাই হয়ে যাবে। পরীক্ষাগুলো যেমন সূচি রয়েছে হবে''।

* জুন মাস পর্যন্ত বন্ধ স্কুল। মনে হয় জুলাই হয়ে যাবে।

*পরীক্ষাগুলো যেমন সূচি রয়েছে হবে।

*বেসরকারি স্কুলগুলিতে ফি বাড়াবেন না দয়া করে।

বাংলার অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

স্কুল খোলার আগে ব্য়ারাকপুরের ডেমো ক্লাস

school ফাইল ছবি।

লকডাউনের পরে স্কুলে পঠনপাঠন কীভাবে করা হবে, তারই একটা ডেমো ক্লাস করা হল কলকাতার অদূরে ব্য়ারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলে। করোনা পরিস্থিতিতে লকডাউন ওঠার পর স্কুলে কীভাবে পঠনপাঠন করা হবে, কীভাবে নিয়মবিধি মেনে চলা হবে, সে সম্পর্কে আলোকপাত করতেই ডেমো ক্লাসের ভাবনা।

* যে সকল পড়ুয়া ডেমো ক্লাসে অংশ নিয়েছিল, তারা সকলে মাস্ক পরেছিল।

* সকলে সামাজিক দূরত্ববিধি মেনে ক্লাসে বসেছিল।

* ডেমো ক্লাসের ভিডিও করে তা হোয়াটসঅ্য়াপ করেছেন স্কুল কর্তৃপক্ষ।

* ডেমো ক্লাসের জন্য় কয়েকজন পড়ুয়াকে স্কুলে আসতে বলা হয়েছিল।

* এজন্য় তাঁদের অভিভাবকদের থেকে অনুমতি চাওয়া হয়েছিল।

* স্কুল খুললে একটা ক্লাসরুমে মাত্র ১৫ জন পড়ুয়া বসতে পারবে বলে জানা গিয়েছে। (Read the full story in English)

বাংলার অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

করোনায় আক্রান্ত বাংলার সিবিআই অফিসার

coronavirus, করোনাভাইরাস প্রতীকী ছবি।

সিবিআই-এর ঘরে এবার হানা দিল করোনা। কলকাতায় নিজাম প্য়ালেসে সিবিআই দফতরে ডিআইজি পদের এক আধিকারিকের শরীরে মিলেছে কোভিড ১৯। ওই সিবিআই আধিকারিকের করোনা পরীক্ষার ফল পজিটিভ মিলেছে সোমবার, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। অন্য়দিকে, আরও ১১ জন কলকাতা পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে কলকাতা পুলিশে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ২১৭।

*কলকাতায় নিজাম প্য়ালেসে সিবিআই দফতরে ডিআইজি পদের এক আধিকারিকের শরীরে মিলেছে কোভিড ১৯।

*সোমবার ওই সিবিআই আধিকারিকের করোনা পরীক্ষার ফল পজিটিভ মিলেছে।

* এদিকে, আরও ১১ জন কলকাতা পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। (বিস্তারিত পড়ুন, করোনায় কাবু কলকাতার সিবিআই কর্তা)

বাংলার অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

হাওড়া জেলা হাসপাতাল পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল

howrah প্রতীকী ছবি।

করোনা সংক্রমণে কলকাতার পরেই রাজ্যে দ্বিতীয় স্থানে হাওড়া। বুধবার সকালে নতুন করে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ভৈরব দত্ত লেনকে। বুধবার হাওড়া জেলা হাসপাতাল ঘুরে দেখলেন তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল।

*জেলার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে এদিন সকাল ১১টা নাগাদ কেন্দ্রীয় প্রতিনিধিরা জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন।

*করোনাসংক্রমণ রুখতে কীভাবে কাজ হচ্ছে জেলায় সেই বিষয়ে খোঁজ খবর নেন তাঁরা।

*এরপরেই তাঁরা চলে যান হাওড়া জেলা হাসপাতালের ফিভার ক্লিনিকে। সেখানে কিভাবে সোয়াব কালেকশন বা লালারসের নমুনা সংগ্রহ করা হচ্ছে তা খুঁটিয়ে দেখেন।

*হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখে কেন্দ্রীয় প্রতিনিধি দল। রোগী ও পরিজনদের কাছে হাসপাতালের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত অভাব অভিযোগের কথা শোনেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

দিনের সব গুরুত্বপূর্ণ বাংলার খবরগুলি পড়ুন এই প্রতিবেদনে

Mamata Banerjee
Advertisment