Advertisment

কলকাতায় নাগাড়ে বৃষ্টি, নিম্নচাপ জাওয়াদের জেরে আজ বাংলার কোন কোন জেলায় ভারী বর্ষণ?

পূর্বাভাস মতই শক্তি হারিয়ে পুরী উপকূল দিয়ে এগিয়ে বাংলায় প্রবেশ করেছে নিম্নচাপ জাওয়াদ। তবে, বিকেলের পর থেকে ক্রমশ উন্নতি হবে আবহাওয়ার।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal todays weather forcast jawad effect 6 december 2021

সকাল থেকেই নাগাড়ে বৃষ্টি তিলোত্তমায়।

পূর্বাভাস মতই শক্তি হারিয়ে পুরী উপকূল দিয়ে এগিয়ে বাংলায় প্রবেশ করেছে নিম্নচাপ জাওয়াদ। যার প্রভাবে রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। যা জারি রয়েছে সোমবার সকালেও। কলকাতায় রাতভর বৃষ্টি হয়েছে। ঠনঠনিয়া সহ বেশ কয়েকটি অপেক্ষাকৃত নীচু অঞ্চলে জলও জমেছে।

Advertisment

আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, সোমবার কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। দিনভর মেঘলা আকাশ থাকবে। তবে, এ দিন সময় যত এগোবে ততই আবহাওয়ার উন্নতি হবে। কমবে বৃষ্টি। মঙ্গলবার থেকে ক্রমশ স্বাভাবিক হবে আবহাওয়া।

নিম্নচাপ জাওয়াদের জেরে আজ, সোমবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্ভাবাস রয়েছে। এ দিনও অশান্ত থাকবে সমুদ্র। সেজন্য আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের উপূকল বরাবর ও পাশ্বর্বর্তী অঞ্চলে আজ দুপুর পর্যন্ত ঘণ্টায় প্রায় ৪০-৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইবে। তবে বিকেলের পর ঝোড়ো হাওয়ার বেগ ক্রমশ কমবে।

হাওয়া অফিস জানিয়েছে, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার মাঝারি বৃষ্টি হবে। তবে, পূর্বের বাংলাদেশ লাগোয়া জেলা নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যা বিকেলের পর থেকে অনেকটাই কমবে। নদিয়া, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনাতে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে।

মঙ্লবার থেকে আবহাওয়া ক্রমশ উন্নতি হবে। এরপর কয়েকদিন স্বাবভাবিক থাকবে আবহাওয়া। ১১ ডিসেম্বর থেকে পারদ পতন শুরু হতে পারে। তারপর থেকে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে স্থায়ীভাবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্বাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

weather kolkata West Bengal weather today West Bengal Weather Forecast West Bengal Weather Today weather latest news Kolkata Weather
Advertisment