নিম্নচাপের জেরে তিনদিন ধরে বৃষ্টির পর মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় শনিবার থেকে বৃষ্টির মুখ দেখছে দক্ষিণবঙ্গ। রবিবার এবং সোমবার ব্যাপক বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে মঙ্গলবার থেকে নিম্নচাপ কেটে গিয়ে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়ার। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দুর্যোগ কাটায় মঙ্গলবার থেকে তাপমাত্রা নামবে। সপ্তাহান্তে ফিরবে শীতের আমেজ, জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৮.৩০ থেকে সোমবার ৮.৩০ পর্যন্ত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৭৫ মিমি। ১৯৮১ সালের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এমন রেকর্ড পরিমাণ বৃষ্টি দেখল তিলোত্তমা। তবে আজ থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা, নদিয়ায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে মঙ্গলবার থেকে।
আরও পড়ুন কলকাতায় নাগাড়ে বৃষ্টি, নিম্নচাপ জাওয়াদের জেরে আজ বাংলার কোন কোন জেলায় ভারী বর্ষণ?
মঙ্গলবার থেকে আবহাওয়ার ক্রমশ উন্নতি হবে। এরপর কয়েকদিন স্বাভাবিক থাকবে আবহাওয়া। ১১ ডিসেম্বর থেকে পারদ পতন শুরু হতে পারে। তারপর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্থায়ীভাবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন