Top 5 Breaking News West Bengal: বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচন থেকে রাহুল গান্ধীর হাইড্রোজেন বোমা, এক ঝলকে দেখুন দিনের সেরা ৫ ব্রেকিং নিউজ আপডেটস

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ, পূর্ব বর্ধমানে জলাশয় থেকে উদ্ধার বাণ্ডিল আধার কার্ডে চাঞ্চল্য, হরিয়ানায় ভোট জালিয়াতির অভিযোগে রাহুল গান্ধীর বিস্ফোরক দাবি, মির্জাপুরে রেল দুর্ঘটনায় ছয় তীর্থযাত্রীর মৃত্যু, আর বাংলায় এমজিএনআরইজিএস প্রকল্প পুনরায় চালুর বিষয়ে কেন্দ্রের বিবেচনা।

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ, পূর্ব বর্ধমানে জলাশয় থেকে উদ্ধার বাণ্ডিল আধার কার্ডে চাঞ্চল্য, হরিয়ানায় ভোট জালিয়াতির অভিযোগে রাহুল গান্ধীর বিস্ফোরক দাবি, মির্জাপুরে রেল দুর্ঘটনায় ছয় তীর্থযাত্রীর মৃত্যু, আর বাংলায় এমজিএনআরইজিএস প্রকল্প পুনরায় চালুর বিষয়ে কেন্দ্রের বিবেচনা।

author-image
Sayan Sarkar
New Update
West Bengal Breaking News, Top 5 News Bengal, Kolkata News Live, পশ্চিমবঙ্গের খবর, ভারতীয় মহিলা ক্রিকেট দল, Women’s World Cup 2025, Narendra Modi Meeting, টিম ইন্ডিয়া জয়, SIR ভোটার তালিকা, পূর্ব বর্ধমান আধার কার্ড, Aadhaar Card Recovery, SIR Bengal Controversy, BJP vs TMC, Rahul Gandhi Vote Fraud, Haryana Election Scam, Brazilian Model Voter, Haryana Election Controversy, Mirzapur Train Accident, হাওড়া কালকা মেল দুর্ঘটনা, Uttar Pradesh Rail Accident, কার্তিক পূর্ণিমা দুর্ঘটনা, Bengal Political News, Supreme Court Bengal Case, MGNREGS Bengal Update, NREGA Funds, Centre Rural Development Ministry, Bengal Employment Scheme, Kolkata Live Update, Bengali News Today, west bengal news update 2025, Bengal Headlines Today

দেখুন দিনের সেরা ৫ ব্রেকিং নিউজ আপডেটস

Top 5 Breaking News West Bengal: বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সম্প্রতি, ২রা নভেম্বর নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত প্রথমবারের মতো আইসিসি মহিলা বিশ্বকাপ জয় করে ইতিহাস গড়েছে।

Advertisment

এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছিল এক আবেগঘন মুহূর্ত। প্রধানমন্ত্রী মোদী টিম ইন্ডিয়ার অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করে টুইটারে লিখেছেন, “২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলা দলের দুর্দান্ত জয়। ফাইনালে পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য দক্ষতা এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ। দল পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যতিক্রমী পারফরমেন্স দেখিয়েছে।  খেলোয়াড়দের অভিনন্দন। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে অনুপ্রাণিত করবে।”

এসআইআর (SIR) আবহে বস্তাবন্দি অবস্থায় জলাশয় থেকে উদ্ধার হল বাণ্ডিল বাণ্ডিল আধার কার্ড। তা নিয়ে বুধবার ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। পুলিশ এই ঘটনার খবর পেয়েই ওই জলাশয়ের কাছে পৌছে যায়। জলাশয় থেকে উদ্ধার হওয়া সমস্ত আধার কার্ড পুলিশ   বাজেযাপ্ত করে থানায় নিয়ে যায়। জলাশয়ে এত  আধার কার্ড কি ভাবে পৌছাল তার তদন্ত পুলিশ  শুরু করেছে। তরই মধ্যে এই ঘটনা নিয়ে চরমে উঠেছে শাসক ও বিরোধীদের রাজনৈতিক তর্জা। বিজেপি নেতারা দাবি করছে এসআইআর এখন কার্বলিক অ্যাসিডের মতোন কাজ করছে। এর পাশাপাশি আগামীকালই বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন। 

Advertisment

হরিয়ানার বিধানসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি করে জানান, এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে অন্তত ২২ বার ভোট দেওয়া হয়েছে। রাহুলের অভিযোগ, ওই মডেলের ছবি সীমা, সরস্বতী, বিমলা প্রভৃতি বিভিন্ন নামে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং একাধিক কেন্দ্র থেকে ভোট পড়েছে।রাহুল গান্ধীর দাবি, “এই রহস্যময়ী মহিলা হরিয়ানার বিভিন্ন ভোটকেন্দ্রে ২২ বার ভোট দিয়েছেন। কিছু বুথে একই ছবির সঙ্গে ভিন্ন ভিন্ন নাম দেখা গেছে— যেমন সীমা, সরস্বতী এবং বিমলা। আমাদের দল ১০টি বুথে একই ছবি ও আলাদা নাম দেখে বিস্মিত হয়েছে।”

তিনি আরও বলেন, “এই মহিলা আসলে একজন ব্রাজিলিয়ান মডেল। তাঁর ছবিকে ব্যবহার করে জাল ভোটার আইডি তৈরি করা হয়েছে এবং সেই জাল আইডির সাহায্যে বাইশটি স্থানে ভোট দেওয়া হয়েছে।”

উত্তরপ্রদেশের মির্জাপুরে বুধবার সকালে ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা হাওড়া–কালকা মেলের ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত ছয় জন পুণ্যার্থীর। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে মির্জাপুরের চুনার রেলওয়ে স্টেশনের কাছে মরমান এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার সকালে কার্তিক পূর্ণিমা উপলক্ষে ওই পুণ্যার্থীরা গঙ্গাস্নান শেষে লাইন ধরে হাঁটছিলেন।

বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুর জেলার চুনার রেলওয়ে স্টেশনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হাওড়া থেকে কালকাগামী কালকা মেলের ধাক্কায় মৃত্যু হল ছয় তীর্থযাত্রীর। আহত হয়েছে আরও একাধিক ব্যক্তি। সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটে এই মর্মান্তিক ঘটনা, যার ফলে স্টেশন চত্বরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা।

সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার কয়েক দিন পরই পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGS) পুনরায় চালুর বিষয়ে ‘বিশেষ শর্তে’ বিবেচনা শুরু করেছে কেন্দ্রের গ্রামীণ উন্নয়ন মন্ত্রক (MoRD) — এমনটাই জানা গিয়েছে কেন্দ্র সূত্রে।

আরও পড়ুন- বাংলায় SIR-এর মাঝেই 'হাইড্রোজেন বোমা' রাহুলের, ২৫ লক্ষ ভুয়ো ভোটার? তোলপাড় ফেলা দাবি

 উত্তর প্রদেশের মির্জাপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা, হাওড়া–কালকা মেলের ধাক্কায় মৃত ৬ পুণ্যার্থী

 আপনিও কি এই রাশির জাতক? চন্দ্র গোচরে আপনার জীবনে আসতে চলেছে নতুন ভোর, আনন্দে ভরে উঠবে জীবন

 নিরাপদ বিনিয়োগে পান গ্যারান্টি রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমগুলির সুবিধা জানলে মাথা ঘুরে যাবে

ফের একবার সুনামি বেগে কমল সোনার দাম, বিয়ের সিজনে গ্রাহকদের মুখে চওড়া হাসির ঝলক

নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

অনুরাধা নক্ষত্রে সূর্যের গোচর, এই রাশির জাতকদের জীবনে এখন শুধুই সাফল্য, দূর হবে অর্থকষ্ট

ধার-দেনা পারিবারিক অশান্তিতে জর্জরিত? দিক বদল করুন আয়নার, ৯৯% মানুষই জানেন না সঠিক স্থান

West Bengal News Bihar Assembly Polls 2025