Advertisment

আজ থেকেই আবহাওয়ার বদল? কলকাতায় নামবে বৃষ্টি? জানুন পূর্বাভাস

আজ সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া?

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা।

থমকে গিয়েছে বৃষ্টি। বাড়ছে গরম। অস্বস্তিতে নাজেহাল মানুষ। ফের কবে নামবে বৃষ্টি? আপাতত তা নিয়েই কৌতুহল বাড়ছে কলকাতা তথা রাজ্যবাসীর। কী পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের? কলকাতা ও আশেপাশের বাকি জেলাগুলিতে আজ এবং আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে থাকবে।

Advertisment

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আজ কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা বৃষ্টি হতে পারে মহানগর এবং শহরতলিতে। সঙ্গে হতে পারে বজ্রপাতও। কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা ও আশেপাশের বাকি জেলাগুলিতে আজ এবং আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যা স্বাভাবিক। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। উত্তর শহরতলির সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির আকাল, তখন উত্তরে সদয় বরুণদেব। শিলিগুড়িতে মঙ্গলবার রাতভর বৃষ্টি হয়েছে৷ বুধবার সকাল থেকেও চলছে বৃষ্টির দাপট। আকাশ মেঘে ঢাকা। বৃষ্টিস্নাত শৈলশহর দার্জিলিংও। কুয়াশায় মোড়া এলাকা। কার্যত হোটেলবন্দী হয়েই আজ থাকতে হতে পারে পর্যটকদের। সকাল থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে কালিম্পংয়ে। ছাতা মাথায় নিয়ে রাস্তায় স্থানীয়রা। ব্যহত স্বাভাবিক জনজীবন। তবে রাতভর অবিরাম বৃষ্টির পর সকালে সাময়িক বিরতি এসেছে জলপাইগুড়িতে। সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে আলিপুরদুয়ার। বৃষ্টিস্নাত কোচবিহারও। উত্তরের জেলাগুলিতে আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবার তিলোত্তমায় বাতাসে আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯১ শতাংশ, সর্বনিম্ন ৭৬ শতাংশ। আলিপুরে গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

weather weather update weather today Weather Forecast West Bengal Weather Today Kolkata Weather
Advertisment