রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে হেমন্তের পরশ, ভিজতে পারে উত্তরবঙ্গ

বৃষ্টি থেমেছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতে উষ্ণতা কমছে। ভোরের দিকে শিরশিরানি অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার শুরু।

বৃষ্টি থেমেছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতে উষ্ণতা কমছে। ভোরের দিকে শিরশিরানি অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার শুরু।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weater forcast today 24 october 2021

কলকাতায় হেমন্তের আমেজ।

বৃষ্টি থেমেছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতে উষ্ণতা কমছে। ভোরের দিকে শিরশিরানি অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার শুরু হয়ে গিয়েছে। বাংলার দক্ষিণের জেলাগুলিতে হেমন্তের পরশ লেগেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, ভিজবে রাজ্যের উত্তরের জেলাগুলি।

Advertisment

হাওয়া অফিসের পূর্বভাস, রবিবার থেকেই মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার আমেজ অনুভব হবে। দিনের বেলা গরম থাকবে, বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। কিন্তু, রাতে উষ্ণতা কমবে। অর্থাৎ সকাল ও রাতের আবহাওয়ার মধ্যে পার্থক্য অনুভূত হবে। আপাতত আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

দক্ষিণের জেলাগুলি শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে হাল্কা বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভিজবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার। তবে, মালদা ও দুই দিনাজপুরের আবহাওয়া শুষ্কই থাকতে পারে।

Advertisment

২৬ অক্টোবরের মধ্যেই দেশ থেকে বর্ষা বিদায় নেবে। কিন্তু,বর্ষার বিদায় রেখা এখনও উত্তরপূর্বের কোহিমা-শিলচর-কৃষ্ণনগর-বারিপদা-মালকানগিরি হয়ে নালগোণ্ডা পর্যন্ত বিস্তৃত। তার জেরেই উত্তরবঙ্গে হাল্কা বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

রবিবার কলকাতায় ষ্টিপাতের সম্ভাবনা নেই। এ দিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা৩২.৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ৯৭ শতাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather weather today Weather Forecast West Bengal Weather Forecast West Bengal Weather Today Kolkata Weather