আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো আজ সপ্তাহের প্রথম দিনেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দিনভর মেঘলা আকাশ থাকার পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। নিম্নচাপ-অক্ষরেখার জেরেই বৃষ্টির সম্ভাবনা। তবে আগামিকাল থেকেই আবহাওয়ার বদল লক্ষ্য করা যাবে। মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা বাড়তে থাকবে। নামবে রাতের পারদ।
চলতি বছরে লম্বা ব্যাটিং করেছে বর্ষা। রাজ্যজুড়ে একটানা বেশ কিছুদিন ধরে চলা বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছিল। বর্ষার আনুষ্ঠানিক বিদায় হয়ে যেতেই রাজ্যে প্রাক শীতের অনুভূতি মিলতে শুরু করে।
পরপর বেশ কয়েকদিন গা ছ্যাঁকছ্যাঁক ভাব। রাতের দিকে তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ায় শীতের অনুভূতি জোরালো হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে নিম্নচাপ-অক্ষরেখার জোড়াফলায় তাল কাটে আবহাওয়ার। রবিবারের পর সোমবারও তার জের থাকবে, চলবে বৃষ্টি।
আরও পড়ুন- Daily Horoscope, 15 November 2021: প্রেমে আঘাত মেষের, উন্নতি কর্কটের! পড়ুন রাশিফল
মঙ্গলবার থেকেই আবহাওয়ার বদল লক্ষ্য করা যাবে। আগামিকালের পর থেকে দিনের তাপমাত্রা বাড়বে আর নামতে শুরু করবে রাতের পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে সোমবার, বীরভূম, নদিয়া, দুই মেদিনীপুর ও দুই বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও মনোরম আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রার বিশেষ হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে মালদহ ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন