Advertisment

ঝঞ্ঝায় বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া, শীতের ছন্দপতনে মন খারাপ বাঙালির

বুধবার থেকে রাজ্যের একাধিক জেলায় ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather updates 18 february 2022

ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।

কয়েকদিনের ঝোড়ো ব্যাটিংসের পর আপাতত ইতি। পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় ফের চড়ছে পারদ। বঙ্গে থিতু শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের যা পূর্বাভাস তাতে বড়দিনে জাঁকিয়ে ঠান্ডা অধরাই থাকবে রাজ্যে। তবে কী নতুন বছর শুরুর মুখে ফের পারদ নামবে? সেব্যাপারেও এখনই কোনও পূর্বাভাস দিতে পারছেন না আবহাওয়াবিদরা।

Advertisment

দিন কয়েক আগেই একধাক্কায় পারদ বেশ খানিকটা নেমে যাওয়ায় জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করেছিলেন বঙ্গবাসী। এমনকী বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহও টের পাওয়া গিয়েছিল। তবে বুধবার থেকে রাজ্যের একাধিক জেলায় ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝায় ফের বাধাপ্রাপ্ত শীত। গত সপ্তাহ থেকে টানা নামছিল পারদ।

publive-image

তবে বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ১৩.১ ডিগ্রি। শীতের এই ছন্দপতনে মন খারাপ বাঙালির। বড়দিনের আগে নতুন করে তাপমাত্রা নামারও কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা।

আরও পড়ুন- Daily Horoscope, 23 December 2021: লক্ষীবারে অর্থলাভ হবে কার কার? পড়ুন রাশিফল

বাধা কাটিয়ে ফের কবে থেকে ছন্দে ফিরবে শীত? উত্তুরে হাওয়ার গতি যত বাড়ে এরাজ্যে শীতও ততই জাঁকিয়ে পড়ে। তবে এবার পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়ার গতি।

সেই কারণেই শীত এসেও স্থায়ী হচ্ছে না। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই ফের আপন গতিতে রাজ্যে হু হু করে ঢুকবে উত্তুরে হাওয়া। উত্তুরে হাওয়ার হাত ধরেই ফের নামবে পারদ।

winter West Bengal Weather Forecast Bengal Weather Forecast
Advertisment