Advertisment

মেঘাচ্ছন্ন আকাশ, আজও রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস

দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে। বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update 10 January 2022

ভরা পৌষেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।

শনিবারও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে, দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে। বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisment

গত বৃহস্পতিবার থেকেই কলকাতা ও দক্ষিণের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। শুক্রবারও যা জারি ছিল। এ দিনও বিক্ষিপ্ত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা ও সংলগ্ন জেলাগুলোর আকাশ মূলত মেঘলা থাকবে। হতে পারে বজ্রপাত। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। যদিও এই বর্ষণের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরম কমার সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশিই থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এখন বর্ষা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। ফলে নাগাড়ে বৃষ্টি শুরু চলছে উত্তরবঙ্গে। শনিবারও উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। যার জেরে বাড়তে পারে নদীর জলস্তর, নামতে পারে ধস। জারি রয়েছে হলুদ সতর্কতা।

এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘন্টায় শহরে প্রায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Advertisment

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন

weather kolkata West Bengal
Advertisment