বাংলার উত্তর থেকে দক্ষিণ- শনিবার সারাদিন দফায় দফায় বৃষ্টি হবে। ভিজবে কলকাতাও। আলিপুর আবহাওয়া দফতেরর পূর্বাভাস, আকাশ আজ সারাদিন আংশিক মেঘলাই থাকবে। বজ্রপাতের সম্ভাবনা প্রবল। বিভিন্ন জায়গায় ভোরে ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে। এই আবহে সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষজনকে।
দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলিতে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বেলার দিকে রোদের দেখা মিলতে পারে। কাটোয়া, বর্ধমান, কৃষ্ণনগর, মায়াপুর, কল্যাণী, চন্দনগর, তারকেশ্বর, শ্রীরামপুর, বসিরহাট, কলকাতা, সল্টলেক, হাওড়া, বালী, দমদম, ক্যানিং, ডায়মন্ড হারবার, বাগনান, আমতা, উলুবেড়িয়া, তমলুক, কাঁথি, হলদিয়া, দিঘা, সাগরদ্বীপে বজ্রপাত সহ বৃষ্টি হবে আগামী কয়েক ঘণ্টায়। এইসব জায়গায় হলুদ সতর্কতা জারি রয়েছে কয়েক ঘণ্টার জন্য।
২৪ শে জুলাই, সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। তার জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস জারি করা হয়েছে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা আজ ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যা স্বাভাবিকের থেকে একটু বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকতে পারে। ফলে বজায় থাকবে অস্বস্তি।
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে আগামী দু-তিন দিন। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ের দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। বেশ কিছু জেলাতে ৫০ শতাংশের বেশি ঘাটতি রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না, ফলে ঘাটতি মেটার সম্ভাবনা আপাতত নেই।