শহর কলকাতার একাংশে অষ্টমীর রাতেই মাঝারি-ভারী বৃষ্টি হয়েছে। অষ্টমীর পর এবার মহানবমীতেও বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের চোখরাঙানি। নবমীর পাশাপাশি দশমীতেও শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি-ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
নবমীর ওয়েদার আপডেট অস্বস্তি বাড়াল। আজ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ার একাংশে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
পুজোর ক'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তমী পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে ছিল। তবে তাল কাটে অষ্টমীর রাতে। অষ্টমীর রাতে শহর কলকাতায় ভারী বৃষ্টি হয়েছে। তারই জেরে ঠাকুর দেখতে বেরিয়ে ঘোর অস্তস্তিতে পড়তে হয়েছে দর্শনার্থীদের। অষ্টমীর রাতের বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
তবে আবহাওয়া দফতরের পূর্বাভাসে নবমীতেও মিলল না স্বস্তি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীর সকালে কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি চলতে পারে দশমীতেও।
আরও পড়ুন- Daily Horoscope, 14 October 2021: মহানবমীর পুণ্যলগ্নে ভাগ্য কেমন থাকবে? পড়ুন রাশিফল
দশমীর দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় দফায়-দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দশমীর দিনে কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন