মোটের উপর এবার পুজোয় ঠকুর দেখায় বড়সড় বাধ সাধেনি বৃষ্টি। তবে বিজয়া দশমীর সন্ধে থেকেই আবহাওয়ার বদল। ঝেঁপে বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। নিম্নচাপের সেই বৃষ্টি আপাতত মঙ্গলবার পর্যন্ত চলবে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের জেরে আজ সোমবার দিনভর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে।
বুধবার লক্ষ্মীপুজো। কোজাগরী লক্ষ্মীপুজোর আগের দিন পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় এদিন ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়ার দাপট থাকবে কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলিতেও।
সোমবারের পর মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- Daily Horoscope, 18 October 2021: উন্নতি সিংহের, বৃষের সুবর্ণ সুযোগ! পড়ুন রাশিফল
আগামী বুধবার কোজাগরী লক্ষ্মীপুজো। লক্ষ্মীপুজোতে কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার আবহাওয়ার পরিস্থিতিতে বেশ কিছুটা বদলের সম্ভাবনা রয়েছে। ওই দিন ভারী বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় লক্ষ্মীপুজোর দিনেও ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন