সকালে রোদের দেখা মিললেও দিনভর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই আজ আকাশ মূলত মেঘলাই থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বজ্র-বিদ্যুৎ সহও বৃষ্টির হতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ডালটনগঞ্জ থেকে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৈসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার জেরেই এই বৃষ্টি বলে জানানো হয়েছে। যদিও এতে গরমের ভাব তেমন কিছু কমবে না। বজায় থাকবে বাতাসে আপেক্ষিক আদ্রতাজনিত অস্বস্তি।
দক্ষিণে বিক্ষিপ্ত হলেও রবিবার রাজ্যের উত্তরে বৃষ্টি হবে বেশি। যার পরিমান আগামী ৪৮ ঘন্টায় আরও বাড়তে পারে। নাগারে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভিজবে মালদা, কোচবিহারও।
হালকা বৃষ্টি পূর্বভাস রয়েছে, কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রামে।
রবিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কোটায় থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৭৮ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন