Advertisment

সূর্যদেবের কড়া নজরে হাঁসফাঁস গরম, পারদ ছোঁবে ৪০ ডিগ্রি, বাংলায় লু-য়ের পূর্বাভাস

গরম বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাপিত্যেশ করে কালবৈশাখীর আশায় মানুষ।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather forcast for next few days

বেলা গড়াতেই গরমে নাজেহাল অবস্থা। ছবি- শশী ঘোষ

পুড়ছে বাংলা। রীতিমত হাঁসফাঁস অবস্থা। চৈত্রেই দুপুর বাড়তে কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা। কবে হবে কালবৈশাখী? তার জন্যই এখন চাতকের অপেক্ষা রাজ্যবাসীর। এর মধ্যেই হাওয়া অফিসের পূর্ভাবস যে, এই চৈত্রেই রেকর্ড গরম পড়বে পশ্চিমবঙ্গে। আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। বইতে পারে লু।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রাজ্যের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে। গরম বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাপিত্যেশ করে কালবৈশাখীর আশায় মানুষ।

publive-image
প্রখর রোদে ছাতা মাথায় চলাফেরা। ছবি শশী ঘোষ

গত সাত বছরের গরমকে হার মানাতে পারে চলতি বছরের গরম। এর আগে ২০১৫ সালের মার্চে বাংলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছিল। এবারও আগামী কয়েকদিনে রাজ্যের পারদ ৪০ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।

publive-image
গরমে গঙ্গায় দেদার সাঁতার। ছবি শশী ঘোষ

আজ, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি ছুঁয়েছে। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন প্রায় ২৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি উপরে।

গরমের দাপট ক্রমশ উর্ধ্বমুখী। ফলে বাড়ছে আর্দ্রতা। এর জেরে অস্বস্তিও চড়ছে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ প্রায় ৯৫ শতাংশ।

weather West Bengal Weather Forecast weather latest news Kolkata Weather
Advertisment