পুজো ভাসাবে বৃষ্টি? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি শহর কলকাতার একাংশেও বৃষ্টি শুরু হয়েছে। আজ মহাপঞ্চমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এমনকী বেশ কয়েকটি জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। পঞ্চমীতেও আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়ায় চিন্তা বাড়ছে। ষষ্ঠী-সপ্তমীতেও বৃষ্টির ভ্রুকুটি।
রবিবার আন্দামান সাগরে নিম্নচাপ তৈরির কথা। আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাস সত্যি হলে পুজোয় পিছু ছাড়বে না বৃষ্টি। অষ্টমী থেকে দশমী পর্যন্ত পুজোর আনন্দ ম্লান করে দিতে পারে অসুর-বৃষ্টি।
তবে রবিবার রাতে এব্যাপারে স্পষ্ট তথ্য মিলতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি হলে অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলির বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা প্রবল।
আরও পড়ুন- জ্বালানির ছ্যাঁকা, পরপর ৬ দিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
মহাপঞ্চমীতে মূলত বর্ষা বিদায়ের বৃষ্টিতেই ভিজবে বাংলা। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বৃষ্টির প্রকোপ থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পঞ্চমীর দিনভর হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। রবিবার উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হলেও তার প্রভাব থাকবে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই। তবে পুজোর ক'দিন রোদ ঝলমলে আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন