সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি শুরু। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে এই ঝড়-বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গে। তবে বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।
ওড়িশার স্থলভাগে ঢুকে পড়েছে গভীর নিম্নচাপ। ক্রমেই সেটি এগোবে ওড়িশা ও ছত্তীসগড়ের উত্তর প্রান্ত ধরে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি চলবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভার। কয়েকটি জেলায় এদিন সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি নেমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে একাধিক জেলায়। তবে আবহাওয়ার পরিস্থিতি আরও বেশি প্রতিকূল হবে উপকূলের জেলাগুলিতে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ৫০ কিলোমিটার বেগে সোমবার ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শহর কলকাতাতেও সোমবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু। কলকাতায় এদিন ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার পাশাপাশি লাগোয়া হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলাতেও বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গভীর নিম্নচাপের জেরে সোমবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে।
আরও পড়ুন- আউশগ্রামে তৃণমূলের যুব নেতা খুন, পুলিশের জালে শাসকদলেরই ৩
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবারের পরিস্থিতি বহাল থাকবে মঙ্গলবারেও। আগামিকালও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হবে। বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন