বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে স্থলভাগের দিকে। নিম্নচাপের বৃষ্টিতে সপ্তাহান্তে জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস। আজ বিশ্বকর্মা পুজোর দিনেও একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহর কলকাতাতেও। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহওয়া দফতর।
চলতি বছরে বর্ষা স্বাভাবিক। বরং একাধিক জেলায় একটানা বৃষ্টির জেরে সমস্যা বেড়েছে। বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছিল বেশ কয়েকটি জেলায়। মাঝের কয়েকটি দিন বৃষ্টি কমলেও ফের বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। তার জেরে শুক্রবার থেকেই আবহাওয়ার বদল হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নয়া নিম্নচাপের জেরে উপকূলের একাধিক জেলায় ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ বিশ্বকর্মা পুজোর দিনেও পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও। এছাড়াও দুই ২৪ পরগনা হুগলিতেও শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার বেলা বাড়তেই আবহাওয়ার বদলটা স্পষ্ট হতে পারে। আকাশ কালো করে একাধিক জেলায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ৩০-র ভোট সামলাতে আজ রাজ্যে আরও ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
সপ্তাহ শেষে এই বৃষ্টির পূর্বাভাসে নতুন করে সিঁদুরে মেঘ দেখছেন জলমগ্ন একাধিক এলাকার বাসিন্দারা। শহর কলকাতার বেশ কিছু জায়গা এখও জলমগ্ন রয়েছে। জেলাগুলিরও বেশ কিছু নীচু এলাকাও জলের তলায়। বহু বাড়িতেও জল ঢুকে রয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে নিম্নচাপের বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন