বড়সড় স্বস্তি দিল হাওয়া অফিস। শহর কলকাতায় পুজোর ক'দিন বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টি না হলেও ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার চতুর্থীর দিনে অবশ্য রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আপাতত আবহাওয়ার যা পরিস্থিতিতি তাতে দুর্গাপুজোর ক'দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরম থাকবে। শনিবার চতুর্থী থেকেই অস্বস্তিকর আবহাওয়া বাড়তে থাকবে। কলকাতাতেও বাড়বে গরম। পুজোর সব কটি দিনই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা কম। শনিবার চতুর্থীতে কয়েকটি জেলায় হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনাও রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২-৩ দিন হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আন্দামান সাগরের নিম্মচাপ এখনও বড়সড় চিন্তার কারণ। নিম্নচাপের জেরে অষ্টমী থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দশমী পর্যন্ত রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা প্রবল। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অষ্টমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টি বড়সড় ভোগান্তি বয়ে আনতে পারে। তবে উপকুলের জেলাগুলিতে বৃষ্টি বাড়লেও শহর কলকাতায় পুজোর ক'দিন বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
আরও পড়ুন- আরও মহার্ঘ্য জ্বালানি, কলকাতায় পেট্রোল-ডিজেলের রেকর্ড দাম-বৃদ্ধি
দক্ষিণবঙ্গের পাশাপাশি শনিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রেছে। পুজোর ক'দিন উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুজোয় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন