ভোরের কুয়াশা, বেলা বাড়তেই নরম রোদের স্পর্শ। তিলোত্তমায় শীতের আমেজ। কিন্তু জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস নেই। এতেই অতৃপ্তির অনুভূতি শীতপ্রেমীদের মনে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, থাইল্যান্ড উপকূলে সৃষ্ট নিম্নচাপ ক্রমেই শক্তিশালী ঘার্ণিঝড়ের রূপ নেবে। তার জেরে আগামী সপ্তাহান্তে বাংলায় ঝড়-বৃষ্টি হতে পারে। আর এর জেরেই রাজ্যে শীত বাধা পাবে।
হাওয়া অফিসের পূর্বভাস, থাইল্যান্ডে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য সাগরে প্রবেশ করবে। সেখানেই ঘূর্ণিঝড় জাওয়াদের উত্তপত্তি ঘটবে। যা ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। যার জেরে বাংলার দক্ষিণের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হবে। বইবে ঘন্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া ও নদিয়াতে বৃষ্টি শনিবার হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বষ্টির পরিমাণ বাড়বে রবিবার। বৃষ্টিপাতের রেশ থাকবে সম্ভবত আগামী মঙ্গলবার পর্যন্ত।
এছাড়া আজ কলকাতার আবহাওয়া পরিষ্কার থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ২৯ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
এই ঘূর্ণিঝড় কাটলেই বঙ্গে তাপমাত্রার পারদ কমবে। জাঁকিয়ে পড়তে পারে শীত।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন