Advertisment

উধাও ঠান্ডা ঠান্ডা ভাব, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টির ভ্রুকুটি

উধাও ঠান্ডা আমেজ। বাড়ছে পারদ। ইনিংসের শুরুতে আশার আলো দেখিয়েও থমকে গেল শীত। মন খারাপ শীতপ্রেমীদের।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather forcast today 12 november 2021

কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ছবি-শশী ঘোষ

উধাও ঠান্ডা আমেজ। বাড়ছে পারদ। ইনিংসের শুরুতে আশার আলো দেখিয়েও থমকে গেল শীত। মন খারাপ শীতপ্রেমীদের। চলতি সপ্তাহে পারদ পতনের সম্ভাবনার কথাও শোনাতে পারেননি আবহবিদরা। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সপ্তাহান্তে হতে পারে হালকা বৃষ্টি। নিম্নচাপের দরুন রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশে বাধা পাচ্ছে। ব্যাটিং করছে পূবালী হাওয়া। যার জেরেই বাংলাজুড়ে উষ্ণতা বাড়ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত আগামী কয়েকদিন এই আবহাওয়াই বজায় থাকবে বলেও তাদের পূর্বভাস।

Advertisment

আগামী দুই থেকে তিনদিন রাজ্যজুড়েই তাপমাত্রা বাড়বে। উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ থাকবে। শনি, রবিবার বৃষ্টিও হতে পারে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে তুলনামূলকভাবে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্বভানা রয়েছে। হাল্কা বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলিতে। এছাড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দার্জিলিংয়ের তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে মেনে গিয়েছিল। কিন্তু, এখন তা বেড়ে গিয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা় বেড়েছে। তবে কুয়াশার প্রকোপ থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে।

আজ, শুক্রবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী কয়েকদিন শহর কলকাতার তাপমাত্রাও বাড়বে। শহরে কালীপুজোর সময় ভোর এবং রাতের দিকে যে শীত শীত ভাব অনুভূত হততা এখন উধাও। কলকাতাতেও সপ্তাহের শেষের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal weather today Kolkata Weather West Bengal Weather Today weather
Advertisment