আকাশের মুখ ভার। সকালে সামান্য ভিজেছে কলকাতা। গায়েব শীত। সপ্তাহান্তের শুরুতেই রীতিমতো বিরক্তির ভাব। আগামী ৪৮ ঘন্টা কলকাতা সহ দক্ষিমবঙ্গে এই ধরণের আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ক্রমশই তা তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। যার জেরে বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। যা পুবালী হাওয়ার পথে বাধা। বাতাসে হু হু করে বেড়ে চলা জলীয় বাষ্পের কারণ ঊর্ধ্বমুখী রাতের তাপমাত্রা। স্বাভাবিকভাবেই শীত উধাও।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ নিম্নচাপের প্রভাবে রাজ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এই বৃষ্টি মূলত দক্ষিমবঙ্গের জেলাগুলিতেই হবে। ১৪ নভেম্বর অর্থাৎ রবিবারও নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করলে এ রাজ্যে বৃষ্টির রেশ সামান্য বাড়ার সম্ভবনা রয়েছে। ১৫ তারিখ, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। মেঘ ধীরে ধীরে কাটবে।
তবে, উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আকাশ পরিষ্কার থাকবে। মমোরম থাকবে উত্তরবঙ্গেও আবহাওয়াও।
পুজোর পর থেকেই এবার বাতাসে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। কালীপুজোর সময় রীতিমত শীত শীত অনুভূত হচ্ছিল। স্বাভাবিকভাবেই জোরদার শীতের ইনিংস দেখার অপেক্ষায় বুক বাঁধছিল বাংলা। কিন্তু, সেগুড়ে বালি। জাঁকিয়ে পড়ার আগেই উধাও হল শীত। ভরা হেমন্তেও ব্যাটিং ছাড়তে নারাজ বরুণদেব। তাহলে কবে পড়বে শীত? শীতপ্রেমীদের আশ্বস্ত করে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বভাস, আগামী মঙ্গলবারের মধ্যে নিম্নচাপ প্রায় পাকাপাকিভাবে কেটে যাবে। তারপরই জাঁকিয়ে শীত পরার সম্ভাবনা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন