/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/rain-1.jpg)
আগামি দিনে বৃষ্টির সম্ভাবনা।
ঝলমলে কলকাতা। প্যান্ডেলে প্যান্ডেলে জনজোয়ার। করোনা-ভয় যেন অতীত। আজ অষ্টমীতে চেঁটেপুটে আনন্দের পালা। কিন্তু, সেই আনন্দে অসুর হয় থাবা বসাতে পারে বৃষ্টি। ঝিরঝিরে বৃষ্টিতে আজ ভিজতে পারে কলকাতা। তবে, রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নবমীতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশমীতেও।
আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে, পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আজ বুধবার সেই ঘূর্ণাবর্তটির নিম্নচাপে পরিণত হওয়ার উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরেই রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে। ভিজবে তিলোত্তমা ও সংলগ্ন জেলাগুলিও। তবে, এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না।
নিম্নচাপটি শক্তিশালী হলে নবমীতে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলি সামান্য বাড়তে পারে বলে পূর্বভাস হাওয়া অফিসের।
উত্তরবঙ্গবাসীর জন্য অবশ্য সুখবর রয়েছে। ১৫ তারিখ, অর্থাৎ দশমী পর্যন্ত পর্যন্ত উত্তরবঙ্গে তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।
আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। এই মেঘলা আকাশই আজ দিনভর বজায় থাকবে। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি (যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি এবং ) ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের (যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি)মধ্যে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে ভ্যাপসা গরম।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন