Advertisment

বৃষ্টির ভ্রুকুটি, ঠান্ডা হাওয়া, কেমন থাকবে আজকের আবহাওয়া?

বরুণ দেব ক্রিজ ছাড়তে নারাজ। এদিকে কালীপুজোর সময় শীত একবার উঁকি দিলেও মুখ লুকিয়েছে। কবে পড়বে জাঁকিয়ে শীত?

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather forcast today updates 7 january 2022

বাংলায় বাড়ল তাপমাত্রার পারদ। ছবি- শশী ঘোষ

শনিবারের পর রবিবার, শীতেও চলছে বৃষ্টি। বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমেই স্থলভাগের দিকে এগোচ্ছে। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বভাস আলিপুর আবহায়া দফতরের। নিম্নচাপের জেরে বর্তমানে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প হু হু করে বঙ্গে প্রবেশ করছে। এর জেরে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। বেশ কয়েকটি জেলায় আদ্রতা জনিতঅস্বস্তিও থাকতে পারে।

Advertisment

হাওয়া অফিস জানাচ্ছে, আজ অর্থাৎ রবিবার কলকাতার পাশাপাশি বীরভূম, নদীয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বেশি বৃষ্টি হবে। ১৫ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এর ফলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি কম থাকবে। যদিও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকতে পারে। মেঘলা থাকার জন্য রাতে তাপমাত্রা কমবে না। তবে ঠান্ডা হাওয়া বইবে।

দক্ষিণে বৃষ্টি হলেও মনোরম আবহাওয়া থাকবে উত্তরের জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বভাস- বৃষ্টি হবে না, আকাশ পরিষ্কারই থাকবে।

আজ কলকাতার আকাশ সারাদিন মূলত মেঘলা থাকবে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছথি থাকবে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৯১ শতাংশ।

বরুণ দেব ক্রিজ ছাড়তে নারাজ। এদিকে কালীপুজোর সময় শীত একবার উঁকি দিলেও মুখ লুকিয়েছে। কবে পড়বে জাঁকিয়ে শীত? আগামী মঙ্গলবারের মধ্যে নিম্নচাপ প্রায় পাকাপাকিভাবে কেটে যাবে। ফলে জলীয়বাষ্পের রাজ্যে প্রবেশ বন্ধ হবে। ফলে উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যে শীতে আবহাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হবে। এর জেরে ক্রমেই জাঁকিয়ে শীত পরার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির মতই এবার শীতও লম্বা ইনিংস খেলতে পারে বলে অশ্বস্ত করছেন আবহাওয়াবিদরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather weather today West Bengal Weather Today Kolkata Weather
Advertisment