সপ্তাহভর বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে ভারী নয়, হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কিন্তু উত্তরবঙ্গে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃষ্টি কমেছে। সঙ্গে বেড়েছে রোদের দাপট। বাড়ছে গরম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার জেরে গুমোট ভাব বাড়ছে। ঊর্ধ্বমুখী অস্বস্তি। বৃষ্টি হলেও যা দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে আরও বাড়তে পার বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ।
বর্তমানে মৌসুমী বায়ু হিমালয়ের পাদদেশ দিয়ে বইছে। আর তার জেরেই পাহাড় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরের তিন জেলা দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দাপট আগামী দু'দিন আরও বাড়তে পারে। এই তিন জেলায় ৭-২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। বর্ষণ হতে পারে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরেও। টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি এবং ধস নামার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গজুড়েই কমলা সতর্কতা জারি করা হয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরেই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হয়ে চলেছে। ফলে নদীর জলস্তর বেড়েছে। অপেক্ষাকৃত নীচু এলাকাগুলো জলের তলায়। বিভিন্ন জায়গায় ধস নেমেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন