Advertisment

জোড়া ঘূর্ণাবর্তে ফের দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে প্রবল বৃষ্টির পূর্বাভাস

ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ফের ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather upfate on 8 october, 2021

সপ্তাহের শুরু থেকে টানা বৃষ্টি, নাজেহাল আবস্থা। নিস্তার খুঁজছে রাজ্যবাসী। কিন্তু এর মধ্যেই দুর্যোগের কালো মেঘ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাবভাস, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ফের ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বঙ্গোপসাগরের উপর জোড়া ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি হবে।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মায়ানমার সংলগ্ন উপকূলে তৈরি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। আজ বিকেলের দিকে উত্তর পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে আরও একটি নিম্নচাপ। যা ক্রমেই ওড়িশা উপকূলের কাছাকাছি আসবে। প্রায় সমান্তরাল একটি ঘূর্ণাবর্ত আগামিকাল উত্তর বঙ্গোপসাগরের দিকে আগ্রসর হবে। এই দু'য়ের জেরেই আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি হবে।

মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। আজ কলকাতা সহ দুই ২৪ পরগনাতে এবং দুই মেদিনীপুরে বৃষ্টি হবে। রবিবার বর্ষণের পরিমাণ বাড়বে। এছাড়া, বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পুরুলিয়ায়। এই বৃষ্টি বুধবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার কলকাতার আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন। আজ বৃষ্টি হলেও রবিবার থেকে তা বাড়বে। তবে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে।

ইতিমধ্যেই আবাহাওয়া নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সতর্কতামূলক পদক্ষেপ লালবাজারেরও। চালু হয়েছে কন্ট্রোল রুম।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather kolkata weather today West Bengal Weather Forecast
Advertisment