পারদ পতন চলছে, কমছে উষ্ণতা। খুশি শীতপ্রেমীরা। আরও জাঁকিয়ে পড়বে ঠান্ডা- আপাতত এই আসাতেই বুক বাঁধছেন তাঁরা। কিন্তু, সে আশা কবে পূর্ণ হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ শীতের ইমিংসে ব্যাঘাত ঘটাতে উঁকি দিয়েছে নিম্নচাপের ভ্রুকুটি।
আলিপুর আবহাওয়া দফতরে জানিয়েছে যে, বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ রয়েছে। আজ, সোমবারই সেই নিম্নচাপটি ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। যার জের ডিসেম্বরের শুরুর দিকে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে। পরবর্তী ৪৮ ঘণ্টায় তা আরও শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। তার ফলে আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরফলে বাংলার উপকূলেও হয়তো হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
এই বৃষ্টির জেরে সেই সময় বঙ্গে, মূলত দক্ষিণবঙ্গে শীত কিছুটা থমকাবে। বাড়বে উষ্ণতা। তবে তা দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করছেন আবহবিদরা। বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপের জেরে রাজ্যের উপকূলবর্তী এলাকায় আজ থেকেই ঝড়ো হাওয়া বইতে পারে।
গত শনিবার রাত থেকেই কলকাতায় ঠান্ডা হাওয়া বইছে। রাতে তাপমাত্রা কমেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে প্রায় ৯৩ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন