শক্তিক্ষয় হয়েছে নিম্নচাপের। দুর্বল নিম্নচাপটি বর্তমানেঝাড়খণ্ডের ধানবাদের কাছে অবস্থান করছে৷ ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে, কিন্তু আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় ভারী বর্ষণ হবে। আগামী ৩-৪ ঘন্টার মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়াও বইতে পারে। হাল্কা বৃষ্টি হবে বাংলার কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
এদিন কলকাতায় সকাল থেকেই কলকাতার আকাশে মেঘ-রোদের খেলা চলছে। হাওয়া অফিস জানিয়েছে যে, শহরের আকাশ মূলত মেঘলাই থাকবে। মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৭.১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা খাকবে প্রায় ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার
পরমাণ খুবই বেশি, প্রায় ৯১ শতাংশ। ফলে ভ্যাপসা গরম বজায় থাকবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন