সন্ধে হতেই বাতাসে ঠান্ডা আমেজ। তাহলে কী প্রতিক্ষার অবসান? বঙ্গে এসে পড়ল শীত? আলিপুর আবহাওয়া দফতররের পূর্বাভাস, নিম্নচাপের ভ্রুকুটি না থাকায় রাজ্যের অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। আগামী কয়েকদিন বাংলার সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। ভোর বেলা হিমের পরশও মিলবে। তবে শীত শীত ভাব অনুভূত হলেও রাজ্যে আনুষ্ঠানিকভাবে এখনই শীত পড়ছে না। অর্থাৎ শীতপোষাক আর কম্বল আলমারি থেকে এখনই বের করতে হবে না। ঠান্ডার উপলব্ধি হলেও শীতের উপস্থিতিতে এখনও বেশ খানিকটা সময় লাগবে।
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশাও দেখা যেতে পারে। তবে বেলা বাডতেই বাড়বে তাপমাত্রা। ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়ায় কোনও বড় পরিবর্তন নেই।
উত্তরবঙ্গেও বজায় থাকবে শুষ্ক আবহাওয়াই। তাপমাত্রারও সামান্য হেরফের হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস, উত্তরের আট জেলাতেই কার্যত মনোরম আবহওয়া বিরাজ করবে। যদিও সোম, মঙ্গলবার পাহাড়ের কোলের দুই রাজ্য দার্জিলিং এবং কালিম্পঙে দু-এক পশলা বৃষ্টিহতে পারে।
কলকাতা দিনে তাপমাত্রা বেশি হলেও সন্ধ্যা নামতেই স্বস্তির আবহাওয়া বজায় থাকছে। রবিবার, শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১.৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন