রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। গত কয়েকদিন ধরেই শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার দেখা মিলছে। নামছে রাতের পারদ। সন্ধে নামলেই শীতের অনুভূতি বাড়ছে। আজ কালীপুজোর রাতে পারদ আরও বেশি কিছুটা নেমে যেতে পারে। সপ্তাহান্তে রাজ্যজুড়ে শীতের আমেজ বেশ খানিকটা বাড়বে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি-প্রকৃতি তাতে এবার শীতের কামড় বেশ তীব্র হতে পারে বলেই ধারণা আবহাওয়াবিদদের। তবে পাকাপাকিভাবে রাজ্যে কবে থেকে জাঁকিয়ে শীত পড়তে পারে, সেব্যাপারে স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি আবহাওয়াবিদরা।
ইতিমধ্যেই রাজ্যের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ২০-এর নীচে নেমে গিয়েছে। এবছর রাজ্যজুড়ে দীর্ঘস্থায়ী হয়েছে বর্ষা। বর্ষা বিদায়ের পরপরই রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। আবহাওয়াবিদদের মতে, এবছর বর্ষা যেমন দাপট দেখিয়েছে, তেমনি দাপট দেখাতে পারে শীতও।
চলতি বছরে জাঁকিয়ে শীত পড়তে পারে রাজ্যে। যা গত বেশ কয়েক বছরের শীতের আমেজের ঘাটতি পুষিয়ে দিতে পারে। গত কয়েকদিন ধরেই নামছে রাতের পারদ। কালীপুজোর রাতে এক ধাক্কায় বেশ খানিকটা পারদ পতনের সম্ভাবনা। সপ্তাহান্তে রাজ্যে শীতের আমেজ আরও বাড়বে বলেই ধারণা আবহাওয়াবিদদের।
আরও পড়ুন- পেট্রল-ডিজেলে এক্সাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্র, কলকাতায় আজ জ্বালানি তেলের দাম কত?
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন ধরে নামবে রাতের পারদ। সন্ধে নামতেই মিলবে শীতের অনুভূতি। তবে পশ্চিমাঞ্চলের জেলাতেই শীতের আমেজ বেশিমাত্রায় অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরেই স্বস্তিকর আবহাওয়া রয়েছে।
দার্জিলিংয়ের তাপমাত্রা ৮ ডিগ্রির কাছে নেমে গিয়েছে। আগামী কয়েকদিনে পাহাড়নগরীর সর্বনিম্ন তাপমাত্রা আরও বেশ কিছুটা নেমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দার্জিলিং ছাড়াও আগামী কয়েকদিন কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই মনোরম আবহাওয়া থাকবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন