মেঘলা থাকবে আকাশ, শনিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। তবে ভার নয়, হাল্কা বা মাধারি বৃষ্টি। পূর্বভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে, সৌরাষ্ট্র উপকূল এবং বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরেই বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বৃষ্টি হতে পারে। তবে, রবিবার থেকে কমবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অন্যদিকে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরম থাকবে।
বর্তমানে গুজরাট উপকূলে সৌরাষ্ট্রে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এই অক্ষরেখাটি ডালটনগঞ্জ, মালদহ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। ফলে দক্ষিণ-পূর্ব বাতাসে ভর করে বাংলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরেই বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, অন্ধপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত সোমবার নিম্নচাপে পরিণত হবে। ফলে জোড়া ঘূর্ণাবর্ত শনিবার রাজ্যজুড়েই বৃষ্টি হবে।
শনিবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। বাতাসের আদ্রতার ভাব বেশি থাকায় গুমোট গরম ভাব বজায় থাকবে। এদিন মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন