শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ। ফলে আকাশ মেঘলা থাকব। বাতাসে আদ্রতা বেশি থাকায় দক্ষিণবঙ্গজুড়ে বজায় থাকবে অস্বস্তিভাব। তবে, নিম্নচাপের কারণে সোমবার থেকে ফের কলকাতা ও রাজ্যের দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টি হবে বলে পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
নিম্নচাপের ফলে সোমবার থেকে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়ায় বৃষ্টি হবে। মঙ্গলবার যার পরিমাণ বাড়তে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই সোম এবং মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেসব মৎসজীবী সমুদ্রে আছেন তাঁদের রবিবারের মধ্যে ফেরত আশার নির্দেশও দেওয়া হয়েছে।
রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় গুমোট আবহাওয়া বজায় থাকবে। ফলে বাড়বে অস্বস্তিও। এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত হচ্ছে। ফলে আগামিকাল, সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও বর্ষণ চলচে পারে। পাশাপাশি, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর, অন্ধপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে অবস্থান করা ঘূ্র্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণ-পূর্ব বাতাসের উপর ভর করে বাংলায় প্রবেশ করতে চলেছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। যার দরুন বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তে থাকুন