বিদায়ের পথে বর্ষা। কিন্তু, মহালয়াতেও নিস্তার নেই বৃষ্টির হাত থেকে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রয়েছে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও। এদিন সকালে কলকাতার আকাশ রোদের দেখা মিললেও প্রধানত মেঘলা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে। ফলে স্থানীয়স্তরে মেঘের সঞ্চার হচ্ছে। এর জেরেই রাজ্যের উপকূল অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে, কলকাতা সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বেড়েছে। উত্তরের বেশ কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ, বুধবার কলকাতার আকাশ থাকবে থাকবে মেঘলা। সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক পরিমাণ থাকবে প্রায় ৯৬ শতাংশ। ফলে, ভ্যাপসা গরম বজায় থাকবে।
দোরগোরায় বাঙালির সেরা উৎসব। তাহলে কী পুজোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আলিপুর আবহাওয়া দফতর নিশ্চিতভাবে এখনই কিছু জানায়নি। তবে পূর্বাভাস, আগামী সপ্তাহে কলকাতা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও টানা বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- এবারও দুর্গা কার্নিভালে ‘না’ নবান্নের, জারি ১১ দফা নির্দেশিকা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন