রাজ্যজুড়ে শীতের আমেজ। ভোর এবং সন্ধ্যে গড়াতেই ঠান্ডা ঠান্ডা ভাব। সৌজন্যে, উত্তর-পশ্চিম হিমেল হাওয়া। বাংলায় হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। যার জেরেই পারদ নামছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস, বঙ্গে আগামী কয়েক দিন এমন আবহাওয়াই থাকবে। অর্থাৎ, দিনে কিছুটা অস্বস্তি থাকলেও ভোর ও সন্ধ্যার পর উষ্ণতা নিম্নমুখী থাকবে।
কবে থেকে রাজ্যে জাঁকিয়ে পড়বে শীত? এখন এই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে শীতপ্রেমীদের মনে। হাওয়া অফিস জানাচ্ছে, এখনই কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। তবে ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলাগুলিতে বেশি শীত অনুভূত হবে।
কালীপুজোর দিন থেকেই কলকাতায় ভোর ও রাতে যেন শীতের পরশ। মহানগরের পারদ নেমেছে ১৮ ডিগ্রিতে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, রবিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। ভোরের দিকে আকাশ কুয়াশাছন্ন থাকতে পারে। সকালের দিকে মনোরম পরিবেশ বজায় থাকবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম হবে
উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা আগামী কয়েকদিনে আরও কমবে। ইতিমধ্যেই দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপামাত্রা নেমেছে ৮ ডিগ্রির নীচে নেমেছে। বাড়বে কুয়াশার দাপট। অন্যদিকে দক্ষিমবঙ্গে রাজ্যের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও নামতে পারে। পুরুলিয়া, দুই মেদিনীপুর, বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় ছিল ২০ ডিগ্রির নীচে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন