এক ধাক্কায় নামল পারদ, নতুন বছরের শুরুতেই বঙ্গে জমিয়ে শুরু শীতের ইনিংস

মেঘলা ভাব কেটেছে। আকাশ ঝকঝকে, হিমেল হাওয়ায় ফের কাঁপছে বাংলা।

মেঘলা ভাব কেটেছে। আকাশ ঝকঝকে, হিমেল হাওয়ায় ফের কাঁপছে বাংলা।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather update 14 february 2022

রাজ্যজুড়ে শীতের আমেজ।

মেঘলা ভাব কেটেছে। আকাশ ঝকঝকে, হিমেল হাওয়ায় ফের কাঁপছে বাংলা। নববর্ষের প্রথম রবিবারই মন ভালো করা আবহাওয়া শীত-প্রেমীদের জন্য। আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে জাঁকিয়ে ঠান্ডা থাকবে।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, কলকাতায় এক ধাক্কায় ২ ডিগ্রি পারদ পতন হয়েছে। রবিবার কলকাতা ও সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৪.১ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম)। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৯৬ শতাংশ।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে গত সপ্তাহে বঙ্গে বৃষ্টি হয়েছে। ফলে উত্তুরে হাওয়া প্রবেশে বাধা পেয়েছে। এর জেরেই থমকে গিয়েছিল শীত। বড়দিন-বর্ষবরণের রাতে জাঁকিয়ে শীত উপভোগ করতে পারেনি শহরবাসী। সেই আক্ষেপ যেন কিছুটা পুষিয়ে দিচ্ছে নতুন বছরের প্রথম রবিবার। বাক্স থেকে ফের বেরচ্ছে সোয়েটার, লেপ, টুপি।

Advertisment

হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যে আগামী চার-পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই। বাধা নেই উত্তুরে হাওয়ার প্রবেশে। আগামী তিন দিনে আরও কিছুটা নামবে তাপমাত্রা। ফলে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে কলকাতা সহ গোটা রাজ্যেই।

West Bengal weather today Kolkata Weather weather West Bengal Weather Forecast kolkata Weather Forecast