Advertisment

বাড়ল পারদ, বঙ্গে শীতের আমেজে ধাক্কা, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

কলকাতায় বৃহস্পতিবারের তুলনায় উষ্ণতা প্রায় ১ ডিগ্রি বেড়ে গিয়েছে। শনিবারও এই বৃদ্ধি জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather forcast today updates 7 january 2022

বাংলায় বাড়ল তাপমাত্রার পারদ। ছবি- শশী ঘোষ

পূর্বাভাস মতই কলকাতা সহ বাংলায় শীতের প্রকোপ কিছুটা কমল। বাড়ল তাপমাত্রার পারদ। কলকাতায় বৃহস্পতিবারের তুলনায় উষ্ণতা প্রায় ১ ডিগ্রি বেড়ে গিয়েছে। শনিবারও এই বৃদ্ধি জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জেলাগুলিতেও গত কয়েকদিনের তুলনায় ঠান্ডা কমেছে।

Advertisment

আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা বৃহস্পতিবার ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস, এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আগামী কয়েকদিন বঙ্গে উষ্ণতার পারদ ২ থেকে ৩ ডজিগ্রি বাড়বে।

কলকাতা হোক বা জেলা, ভোরের দিকে রয়েছে কুয়াশার দাপট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনও ভোরে দিকে তিলোত্তমা ও জেলাগর আকাশে কুয়াশার প্রকোপ থাকবে। তবে বেলা বাড়লেই কুয়াশা কেটে যাবে।

কেন কমল শীত?

কনকনে ঠান্ডায় বছরের শুরুটা কাটিয়েছে বঙ্গবাসী। হয়েছে বৃষ্টিও। কিন্তু আগামী কয়েকদিন আর সেই জাঁকিয়ে শীতের অনুভূতি থাকবে না। এর জন্য পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করা হয়েছে। উত্তর ভারতে তুষারপাত ও প্রবল শীত পড়লে তার রেশ পড়ে এ রাজ্যে। উত্তরে হাওয়া প্রবেশ করলে বাংলায় শীত বাড়ে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই উত্তুরে হাওয়া আপাতত পশ্চিমবঙ্গে ঢুকে বাধা পাচ্ছে। আর তার ফলেই বঙ্গে পারদ বাড়ছে, কমছে ঠান্ডা। জানা যাচ্ছে, বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তান এবং পশ্চিম পাকিস্তানের উপর রয়েছে, যা ক্রমশ পূর্ব প্রান্তে এগোচ্ছে।

এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী সপ্তাহের শুরুর দিকে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। ১১ তারিখ নাগাদ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়াও বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামে।

West Bengal weather today weather update Kolkata Weather West Bengal Weather Today weather kolkata
Advertisment