শহরে শীতের আমেজ। শীতপ্রেমীদের জন্য আলিপুর আবহাওয়া দফতরের সুখবর, আপাতত কয়েকদিন এরকমই আবহাওয়া দক্ষিণবঙ্গে বজায় থাকবে। আগামী ৩ দিন রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি নামতে পারে।
সপ্তাহের শুরুতেই বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস জারি করেছিল হাওয়া অফিস। কিন্তু সেই আশঙ্কা এখন আর নেই। আগামী বুধবার পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কী এবার জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মাঝে মধ্যেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। ফলে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। বাড়বে তাপমাত্রা। বৃষ্টির ধরলে কমবে উষ্ণতা, ফের শীত পড়বে।
আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীত বজায় থাকবে বলে পূর্বাভাস আবহবিদদের।
আজ, রবিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শহরের বাতাসে আদ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে প্রায় ৯৩ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তেথাকুন