কাঁপছে কলকাতা, তবে বড়দিনের আগেই বঙ্গের আবহাওয়ায় 'বড় বদল'

উত্তুরে হাওয়ার সৌজন্যে দাপুটে ইনিংস খেলছে শীত। হাড় কাঁপুনি ঠান্ডা কলকাতা সহ গোটা রাজ্যে। কিন্তু এই পরিস্থিতি বেশিদিন বজায় থাকবে না।

উত্তুরে হাওয়ার সৌজন্যে দাপুটে ইনিংস খেলছে শীত। হাড় কাঁপুনি ঠান্ডা কলকাতা সহ গোটা রাজ্যে। কিন্তু এই পরিস্থিতি বেশিদিন বজায় থাকবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata Weather Updates 31 january 2022

কলকাতায় দাপুটে ইনিংস শীতের। ছবি- শশী ঘোষ

উত্তুরে হাওয়ার সৌজন্যে দাপুটে ইনিংস খেলছে শীত। হাড় কাঁপুনি ঠান্ডা কলকাতা সহ গোটা রাজ্যে। নিম্নমুখী তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়া শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আববহাওয়া দফতর। জাঁকিয়ে ঠান্ডা পড়ায় খুশি শীতপ্রেমীরা। কিন্তু, এই ঠান্ডা বেশিদিন বজায় থাকবে না বলেও পূর্বাস হাওয়া অফিসের। বড়দিনের আগেই ফের চড়বে উষ্ণতা। কমবে শীত।

Advertisment

আজ, মঙ্গলবারও শীতের আমেজ থাকবে কলকাতা জুড়ে। কুয়াশা মোড়া কলকাতার সকালের আকাশ তবে, বেলা বাড়তেই সেই কুয়াশা কাটবে। দেখা মিলবে রোদের।

এদিকে, পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমানের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে দু'দিনের মধ্যেই এইসব জেলায় বাড়বে পারদ চড়বে।

সোমবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্জলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আরও প্রায় ৪৮ ঘন্টা কলকাতা সহ রাজ্যবাসী জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করার সুযোগ পাবেন। কিন্তু, উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যের প্রবেশ করা উত্তুরে হাওয়া আগামী কয়েক দিনের মধ্যেই বাধা পাওয়ায় কলকাতা তথা রাজ্যের সমস্ত জেলার তাপমাত্রা বাড়বে। ফলে বড়দিনের আগেই রাজ্যে শীত কিছুটা কমবে।

Advertisment

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

weather kolkata West Bengal weather today West Bengal Weather Today Kolkata Weather