শীতপ্রেমীদের জন্য সুখবর। বছর শেষে পারদ পতন। অনেকটাই কমল তাপমাত্রা। নতুন বছরের শুরু থেকেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। একই সঙ্গে জানানো হয়েছে যে, আগামী চার-পাঁচ দিন বঙ্গে আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে গত দু'দিন বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিও হয়েছে। ফলে কমতে শুরু করেছে তাপমাত্রা। অন্যদিকে হাওয়া অফিস জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য রাজ্যে উত্তরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছিল। সেই ঝঞ্ঝা আপাতত অতীত। ফলে ধীরে ধীরে কমছে উষ্ণতার পারদ। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে যে ৩-৪ ডিগ্রি বেশি রয়েছে। সময়ে এগোলে সেটা স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাবে। অনেক জায়গায় তা নামতে পারে স্বাভাবিকের নিচেও। ফলে রাজ্যজুড়ে নতুন বছরের শুরুর দিকেই জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে
২৫.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল যা ছিল ১৬.৬ ডিগ্রি। আগামী কয়েকদিনে যা আরও কমবে।
উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই জাঁকিয়ে শীত পড়েছে। পাহাড়ে চলছে তুষারপাত। তবে, আগামী চার-পাঁচ দিন বঙ্গে আর বৃষ্টির হবে না।