ভোর থেকেই শহরের মেঘলা আকাশ, ঘন কুয়াশার আস্তরণ। তবে বেলা গড়াতেই কুয়াশা কাটবে। উঠবে রোদ। থাকবে মনোরম আবহাওয়া। তবে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, বর্তমানে কলকাতার তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। সেই কারণেই এখনই সেভাবে ঠান্ডা পড়বে না। তবে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। বৃহস্পতিবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২০ ডিগ্রি।
চলতি সপ্তাহেরশেষ থেকে জাঁকিয়ে শীত পড়লেও, মাঝেমধ্যেই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এ দিন উপকূলীয় দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং ও দার্জিলিংয়ে হালকা বৃষ্টি সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, আগামী ১১ ডিসেম্বরের পর থেকেই পারদ পতন হবে। জাঁকিয়ে ঠান্ডা পড়ার অনুকূল পরিবেশ তৈরি হবে। তবে, মাঝেমধ্যেই বৃষ্টি নামতে পারে। যা কিছুদিন ঠান্ডার আমেজ ফিকে করতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন