Advertisment

শীতের পথে বিরাট বাধা! বিপত্তি কাটিয়ে ঠান্ডার জমাটি ব্যাটিং শুরু কবে?

শীতের আমেজ বহাল গোটা রাজ্যে। তবে এই পরিস্থিতিতে বদল আসতে বেশি দেরি নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

West Bengal Weather Update: শীতের আমেজ বহাল গোটা রাজ্যে। তবে এই পরিস্থিতিতে বদল আসতে বেশি দেরি নেই। শীতের পথে ফের একবার বড় বাধা আসতে চলেছে। সুতরাং ডিসেম্বর মাস পড়ে গেলেও জমিয়ে শীত উপভোগ কবে থেকে, সে প্রশ্নের সঠিক উত্তর এখনও নেই আবহাওয়াবিদদের কাছে।

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবারই বঙ্গোপসাগরে ঘনীভূত হবে গভীর নিম্নচাপ। রবিবার সেই নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। তারই জেরে রাজ্যে ফের একবার আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী রবিবার থেকেই রাজ্যে আবহাওয়ায় বদল আসবে। এক ঝটকায় আরও বেড়ে যাবে রাতের দিকের তাপমাত্রা। শীতের আমেজ ফিকে হবে। এমনকী আগামী সপ্তাহে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- টাকাটা দিন! ধরনার মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্যখাতের বরাদ্দ রিলিজের আর্জি

শহর কলকাতায় আজ দিনভর পরিস্কার আকাশ। সকালে শীতের আমেজ ছিল। সেই আমেজ বহাল থাকবে সন্ধেতেও। তবে রাতের দিকের তাপমাত্রা আরও বাড়তে পারে। কলকাতাতেও উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে আবহাওয়ার বদলটা চোখে পড়বে। একাধিক জেলার আকাশ মেঘলা থাকবে। শীতের আমজে কমে বাড়বে তাপমাত্রা।

weather update West Bengal Weather Forecast
Advertisment