বিদায়বেলায় শীতের আমেজ থাকলেও লাফিয়ে বাড়ল তাপমাত্রা। ফের ঊর্ধ্বমূখী পারদ। সোমবারের তুলনায় মঙ্গলবার তিন ডিগ্রি বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। প্রায় স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এদিন সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের বৃষ্টি শুরু হবে। চলবে রবিবার পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার সংঘাতে ভরা মাঘে এই অকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ, মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের সব জেলা ভিজবে বৃহস্পতিবার থেকে।
আরও পড়ুন রাজ্যজুড়ে ঠাণ্ডার দাপট, জাঁকিয়ে শীতের এই অনুভূতি আর ক’দিন?
উল্লেখ্য, চলতি মরশুমে এই প্রথম একটানা বেশ কয়েকদিন শীত-সুখ অনুভব করছেন বঙ্গবাসী। পরপর কয়েকদিন ধরে পারদ-পতন অব্যাহত রাজ্যে। চলতি মরশুমে একের পর এক ঝঞ্ঝা, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বেশ কিছুদিন মুখ ঢেকেছিল শীত।
তবে ৩ ফেব্রুয়ারির পর থেকে আবহাওয়ার বদলটা চোখে পড়বে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা থেকে জেলা, বৃষ্টি চলবে সর্বত্রই। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৪ ও ৫ তারিখ।