রাজ্যের ফের পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টির ভ্রুকুটি। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শীতের বিদায়বেলায় ফের পারদ পতনের ইঙ্গিত। শুক্রবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন ৩-৫ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, এমনটাই আভাস দিচ্ছেন আবহবিদরা।
সরস্বতী পুজোর পরের কয়েকটি দিন তাপমাত্রার পারদ নেমেছে। কলকাতা-সহ জেলাগুলিতে বেশ খানিকটা নেমে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। একধাক্কায় কয়েক ডিগ্রি পারদ নামায় জাঁকিয়ে শীতের অনুভূতি মিলেছিল কয়েকদিন।
তবে সেই শীতও স্থায়ী হয়নি। আবারও বঙ্গে ধাক্কা ঝঞ্ঝার। পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরেই ফের একবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শীত উধাও হয়ে চড়ছে পারদ। আবহাওয়াবিদরা বলছেন, বিদায়ের পথ ধরেছে শীত। এবছরের মতো জঁকিয়ে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা কার্যত আর নেই।
আরও পড়ুন শীতের বিদায়লগ্নেও সঙ্গী বৃষ্টি, আজ ভাসতে পারে বেশ কয়েকটি জেলা
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে। আগামী কয়েকদিন ৩-৫ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।