Advertisment

বৃষ্টি চললেও ফের তাপপ্রবাহের পরিস্থিতি! দাবদাহে পুড়বে কোন কোন জেলা?

আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া? জেনে নিন লেটেস্ট আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather forecast 18 september 2023

শহর কলকাতার জল ছবি।

অবশেষে বৃষ্টির হাত ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই জুড়িয়েছে দহনজ্বালা। শনিবার সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরীতে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও বেশ কয়েকটি জেলায়। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এখনই স্বস্তি মিলবে না। এই পর্বে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি চলবে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায়।

Advertisment

চাতকের অপেক্ষা শেষে দক্ষিণবঙ্গে নেমেছে বৃষ্টি। বৃষ্টির হাত ধরে কলকাতা থেকে জেলা সর্বত্রই একধাক্কায় বেশ খানিকটা নেমে গিয়েছে তাপমাত্রা। স্বস্তির বৃষ্টি আজও চলবে। কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোট: মারাত্মক চক্রান্ত? মনোনয়ন জমা দিতেই পারলেন না শতাধিক বিরোধী প্রার্থী

আগামী ৪৮ ঘণ্টায় দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরু থেকে শহর কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। তবে আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার জন্য রয়েছে দুঃসংবাদ। তাপপ্রবাহের পরিস্থিতি ওই জেলাগুলিতে থাকবে আরও কয়েকদিন। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।

আরও পড়ুন- ভোট-পার্বণের শুরুতেই রক্তস্নান বাংলায়! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস কর্মী, ধৃত ২

আগামী সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে রবিবার পর্যন্ত মালদহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে জানা গিয়েছে।

Weather Report weather update Rainfall in Bengal Heat Wave
Advertisment