কেরলে ঢুকে গিয়েছে বর্ষা। দক্ষিণের রাজ্য হয়ে দিন কয়েকেই পুরোদমে এরাজ্যেও বর্ষার অনুব্রবেশ ঘটতে চলেছে। আবহাওয়াবিদদের অনুমান, আরও ৪৮ ঘণ্টা পর উত্তরবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা। নিয়ম অনুযায়ী শনিবারই বর্ষা ঢোকার কথা ছিল দক্ষিণবঙ্গে। তা হয়নি।
দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি কবে থেকে শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে তার আগে প্রাক-বর্ষার বৃষ্টি চলবে গোটা রাজ্যে। শনিবারের পর আজ রবিবারেও রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- মনোনয়নের ২য় দিনেও চলল গুলি, জখম তৃণমূল কর্মী! গোষ্ঠী বিবাদের অভিযোগে ধুন্ধুমার
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ রবিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহের শুরু থেকে গোটা উত্তরবঙ্গজুড়ে বৃষ্টির পরিমাণ বেড়ে যেতে পারে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহর কলকাতার পাশাপাশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি ও নদিয়া জেলার বিভিন্ন অংশে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত রয়েছে।