জাঁকিয়ে শীতের ইনিংস শুরুর আগেই রাস্তা আটকাল নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার জেরে শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই অক্ষরেখা বৃহস্পতিবার থেকে তামিলনাড়ু উপকূলের দিকে এগোতে শুরু করেছে। এই নিম্নচাপ যত উপকূলের দিকে এগোবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তত জলীয় বাষ্প প্রবেশ করবে। ফলে সপ্তাহান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
তামিলনাড়ুতে এমনিই দুদিন ধরে বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত জনজীবন। নিম্নচাপের জেরে আজ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণের রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে। ফলে শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে। উত্তুরে হাওয়ার পথ আটকাবে। আর্দ্রতা বাড়ার ফলে অস্বস্তি বাড়বে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দুই ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। রবিবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টিপাত হতে পারে।
তবে জাঁকিয়ে শীত পড়ার এখনই কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৫ ডিসেম্বরের পর থেকে রাজ্যে হাড়কাঁপানো ঠাণ্ডার অনুভূতি মিলতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে দার্জিলিঙের পারদ ৮ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। আগামী কয়েকদিনে দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে।
আরও পড়ুন নামছে পারদ, জাঁকিয়ে শীত কবে? স্পষ্ট ইঙ্গিত আবহাওয়া দফতরের
উল্লেখ্য, কালীপুজোর আগে থেকেই একটু একটু করে নামতে শুরু করেছিল রাতের তাপমাত্রা। ভোরে শীত-শীত ভাব থাকছে। তবে বেলা বাড়তেই শীতের আমেজ হচ্ছে ফিকে। ফের একবার সূর্য ডুবতেই আবহাওয়ার বদল। সন্ধের পর থেকে নামতে শুরু করছে তাপমাত্রা। শীতের অনুভূতি মিলছে রাজ্যজুড়ে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের দিকে রীতিমতো ঠাণ্ডার আমেজ মিলছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন